সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যে আরো বি’রা’ট অভিযানে নামছে ED! একই সঙ্গে হা’না দে’বে ১০ টি টিম

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এবার পশ্চিমবঙ্গে ১০টি টিম নামতে চলেছে। গরু পাচার এবং এসএসসি দুর্নীতি মামলার তদন্তে গতি আনতে চায় ইডি। একইসঙ্গে অনেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি’‌র অফিসাররা। তাই গড়া হচ্ছে ১০টি টিম।

এই নতুন টিম তৈরি করতে নয়াদিল্লি এবং পাশের রাজ্য থেকে আনা হচ্ছে অফিসার। ইতিমধ্যেই উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ইডি আধিকারিকরা।

দিল্লি ইডির তরফে জানানো হয়েছে, এক জায়গায় হানা দিলে সেখান থেকে অন্য জায়গায় খবর চলে যাচ্ছে। ফলে তারা সতর্ক হয়ে গিয়ে নথি সরিয়ে ফেলছে। এসএসসি–গরু পাচারের ক্ষেত্রেও এটা গটেছে।

আরো পড়ুন: জন্মাষ্টমীতে শুভ ফল পে’তে হলে গোপালকে রাশি অনুযায়ী নিবেদন করুন এই জিনিসগুলি

যদিও ইডি পার্থ–অর্পিতাকে গ্রেফতার করেছিল। আপ অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু অনেক নথি পাওয়া যাচ্ছে না। ফলে তদন্তে সময় লাগছে। এছাড়া আরও অনেক প্রভাবশালী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

তাই টিম গঠন করা হচ্ছে। ইডি অফিসারদের এই টিম একসঙ্গে একাধিক জায়গায় হানা দেবে। এই টিম পুরনো এবং নতুন মামলার তদন্ত করবে। তার মধ্যে পার্থ–অর্পিতা মামলার তদন্তও রয়েছে। কয়লা পাচার থেকে গরুপাচারে আর্থিক বিষয়ে কেলেঙ্কারি খতিয়ে দেখবে ১০ জনের এই টিম।