সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবছর রাখি বন্ধন ক’বে? কোন শুভ মু’হূ’র্তে রাখি বাঁধবেন জেনে নিন

মিলনের উৎসব বলা হয় রাখী উৎসব কে ৷ ভাই-বোনের মধ্যেই হোক বা দুই প্রিয় মানুষের মধ্যেই এই মিলনের উৎসব হয়। ভাদ্র মাসে কোনও শুভ কাজ হয় না, তাই ভাদ্রের শুরুর আগে বোনেরা রাখি বাঁধতে পারেন।

পবিত্র রক্ষা বন্ধন প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই বিশেষ দিনে, বোন বা দিদিরা তাদের ভাইদের হাতে বাঁধেন রাখী এবং ভাইদের সুরক্ষিত রাখার কামনা করেন৷

বিনিময়ে ভাইয়েরা উপহার দেন, এবং একই সঙ্গে বোন-দিদিদের খেয়াল রাখার প্রতিশ্রুতি দেন৷ এই বছর পঞ্চাঙ্গের মতে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি ১১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা ৩৮ মিনিট থেকে শুরু হচ্ছে।

আরো পড়ুন: রাজ্যের ১৭ টি ITI কলেজে দু’র্নী’তি’র অভিযোগ উঠলো, অনুদান বন্ধের দা’বি জা’নি’য়ে আদালতে মামলা দায়ের

এটি চলবে তার পরের দিন শুক্রবার ১২ই আগস্ট সকাল ৭.০৫ পর্যন্ত। এই বছর ১১ অগাস্ট রক্ষাবন্ধন পালিত হবে।