Home বিনোদন বিজয়ের প্রেম কা’হি’নি সিনেমার গল্পের থেকেও বেশি রোমান্টিক! রইলো অভিনেতার স্ত্রীর আ’স’ল...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিজয়ের প্রেম কা’হি’নি সিনেমার গল্পের থেকেও বেশি রোমান্টিক! রইলো অভিনেতার স্ত্রীর আ’স’ল পরিচয়

দক্ষিণী ছবির অন্যতম সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয় এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাঁর আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। সাউথের সিনেপ্রেমীদের মুখে হামেশাই শোনা যায় যে ছবিতে অভিনেতা বিজয়ের উপস্থিতি মানেই সেই ছবি সুপারহিট হবেই।

আর এই জনপ্রিয়তার কারণে সাউথের প্রযোজক থেকে শুরু করে পরিচালকরা সকলেই তাঁদের ছবিতে বিজয়কে রাখতে চান। আর সেই জন্য তাঁর পিছনে মোটা অঙ্কের টাকা ঢালতেও দুবার ভাবেন না তারা।

আজ অভিনেতার ৪৮ তম জন্মদিন। তিনি তাঁর দীর্ঘ অভিনয় জীবনে ৬৫ টি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে অধিকাংশই হাউসফুল। আর তাঁর জীবনে প্রেমও এসেছিল ঠিক সিনেমার গল্পের মতো।

আরো পড়ুন: সামান্থার স’ঙ্গে নাগা চৈতন্যর বিবাহ বি’চ্ছে’দ কেন হয়েছে? কে সেই তৃতীয় ব্যক্তি?

তাঁর বর্তমান স্ত্রী একসময় তাঁর অনুরাগী ছিলেন। সেই অনুরাগীকে প্রথম দেখাতেই মন দিয়ে ফেলেন বিজয়। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, প্রেম এবং শেষমেষ তা বিবাহ বন্ধনে বাঁধা পড়ে।

যদিও তাঁর জীবনে এভাবে প্রেম ধরা দেবে তা কখনও ভাবতেই পারেননি বিজয়। তখন ১৯৯৬ সাল। তখনও তিনি বিজয় থালাপতি হননি।

সেই সময় ‘পাবে উনকোগা’ নামক একটি ছবির মুক্তির জন্য সুদূর লন্ডন থেকে এক ভক্ত তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন। আজ তিনিই বিজয়ের স্ত্রী সংগীতা সোর্নালিঙ্গাম। এই সিনেমাটি সেই সময় বিদেশেও ব্যাপক হিট হয়।

সেই সময় বিদেশ থেকে ভক্ত তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছেন শুনে বিজয় খুব খুশি হন। তাই তখন বিজয় নিজেই সংগীতাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানান।

প্রথম আলাপেই বন্ধুত্ব হয় তাঁদের। তারপর তিন বছর চুটিয়ে প্রেম করার পর ১৯৯৯ সালের ২৫ আগষ্ট সম্পূর্ণ খ্রীষ্টান মতে সংগীতা বিজয়ের চার হাত এক হয়ে যায়।