সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫ টা দিন ভ’য়ে ভ’য়ে কা’ট’ছে মহাকাশ গবেষকদের, ধা’ক্কা লাগলেই হবে আ’ধা কলকাতার মতো বি’রা’ট গর্ত!

আগামী পাঁচটা দিন অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকতে হবে পৃথিবীবাসীকে। ৫ দিন উদ্বেগের মধ্য দিয়ে কাটাচ্ছেন মহাকাশ বিশেষজ্ঞরা। এর কারণ হলো রবিবার ভোরে পৃথিবীর ৪৭ লক্ষ কিলোমিটারের মধ্যে চলে আসবে ১১০ ফুট চওড়া একটি গ্রহাণু।

কোনক্রমে এই গ্রহের সঙ্গে যদি পৃথিবী ধাক্কা লাগে তাহলে আর রক্ষা নাই। পৃথিবীর বুকে শহর কলকাতার মতো আকারের বিশাল বড় ক্ষত তৈরি হয়ে যাবে। মাঝেমধ্যেই এরকম বিপদের মুখে পড়তে হয় পৃথিবীকে।

পৃথিবীর খুব কাছ ঘেঁষে গ্রহাণু চলে গিয়েছে এরকম ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে। তবে এবার সব থেকে বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ২০২২ ওটি ওয়ান। এই গ্রহাণুও অনেক বড় একটি গ্রহাণু। একটা নয় পাঁচ দিনের মধ্যে কমপক্ষে পাঁচটি গ্রহাণু পৃথিবীর কাছ ঘেঁষে চলে যাবে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: বি’য়ে’র গাড়ি সাজিয়ে নিয়ে আয়কর আধিকারিকদের হানা! মাত্র ৩৯০ কোটি টা’কা’র সম্পত্তি উ’দ্ধা’র

বিজ্ঞানীরা জানাচ্ছেন রবিবার ভোরে তিনটে বেজে ২৩ মিনিটের সময় ২০২২ ওটি ওয়ান গ্রহাণু পৃথিবীর সব থেকে কাছাকাছি আসবে। নাসা গ্রহের কক্ষপথের যে মডেল গুলো এ পর্যন্ত তৈরি করেছে তাতে গ্রহাণুটি পৃথিবীর কাছে আসার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

তবে যে কোন মুহূর্তে কোন একটা ভুল হলে বড় বিপদ হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা জেনেছেন এই গ্রহাণু কোন মতে পৃথিবীতে আঘাত করলে প্যারিস শহরের মতো কিংবা কলকাতা শহরের প্রায় অর্ধেক আকারের একটা বিরাট গর্ত তৈরি হবে।

২০২২ পিকে ১ নামের একটি গ্রহাণু ১১ ই আগস্ট পৃথিবীর পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছে। উল্লেখ্য বহু বছর আগে একটা বিশালাকার গ্রহাণু এসে পড়েছিল পৃথিবীতে। যে কারণে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ডাইনোসররা। ভবিষ্যতে এমন কিছু ঘটলে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে মানব প্রজাতি।