সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’র ধা’ক্কা’য় খা খা করছে দীঘার সমুদ্র সৈকত, ব’ন্ধ উ’পা’র্জ’ন

করোনার তৃতীয় ঢেউয়ের কারণে ইতিমধ্যেই দীঘার সমুদ্র সৈকত নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। একেবারে ভরা মৌসুমে খাঁ খাঁ করছে সমুদ্র সৈকত, দৃশ্যটা খুবই কষ্টের বিশেষ করে সেখানকার ব্যবসায়ীদের জন্য। ইতিমধ্যেই সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। আর সেই কারণেই পর্যটকদের দেখা নেই সমুদ্রসৈকতে। স্বাভাবিকভাবেই এই সমুদ্র সৈকতের যারা ছোট বড় ব্যবসায়ী তাদের দিন গুজরান নিয়ে অনেকটা চিন্তার মধ্যে তারা। পর্যটকদের ওপর নির্ভর করেই তাদের রুজি রোজগার , যদি পর্যটক আসাই বন্ধ করে দেয় তাহলে এই চিন্তা তাদের আবশ্যিক।

সত্যিই এ যেন অন্য আরেক দীঘা, এমন ধরনের দৃশ্য মানুষ দেখে ছিল ঠিক প্রথম লকডাউনে। ফের সেই দৃশ্য আবার উঠে এসেছে দীঘার সমুদ্র সৈকতে। করোনার বাড়বাড়ন্তের কারণে ইতিমধ্যেই সমস্ত পর্যটক কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে কোনভাবেই যেন মানুষের ভিড় না হয় সেই দিক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত। বছর শুরুর দিন থেকেই মানুষে গমগম করছিল দীঘা, কিন্তু কই গেল সেই সব দৃশ্য? এই দীঘার সমুদ্র সৈকতে দাঁড়িয়েই হাজার হাজার মানুষ বর্ষবরণ উৎসবে যোগ দিয়েছিল, পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছিল তারা। কিন্তু সবকিছু ওলট-পালট করে দিলো করোনা।

সরকারি নিষেধাজ্ঞার পর দীঘার সমুদ্র সৈকত জনমানবহীন। যে সমস্ত রাস্তা সর্বদা ভিড়ে ঠাসা থাকে সেগুলি আজ একেবারেই খাঁ খাঁ করছে। মানুষের ভিড়ে যেসব জায়গা একেবারেই দেখা যেত না , সেগুলো আজ বহুদূর থেকেও স্পষ্ট। তাই সত্যিই মন খারাপ ব্যবসায়ীদের। কি করে চলবে তাদের দিন? এই প্রশ্ন তুলেছে তারা সরকারের উদ্দেশ্যে।