সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫০ হাজার বর্গফুট জমিতে শি’ল্পী এঁ’কে’ছে’ন সোনু সুদের চি’ত্র, জন্মদিনে উপহার পেয়ে আ’প্লু’ত অভিনেতা

নেভার জাজ এ বুক বাই হিস কভার, কথাটা একেবারে যথাযোগ্য সনু সুদের পক্ষে। আমাদের স্বপ্নের হিরো যারা ছিলেন যেমন অমিতাভ বচ্চন শাহরুখ খান, আমির খান,এমনকি সালমন খান, বাস্তবের মাটিতে তারা যে একেবারেই অগ্রগণ্য নয়, তা আমরা বুঝতে পেরেছি গত বছর। এই বছর লকডাউন হলেও আমরা অনেকটাই সামলে নিয়েছে নিজেদের, কিন্তু গত বছর লকডাউন আমাদের অনেকটা নাড়িয়ে দিয়েছিল। কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন বহু মানুষ। কিন্তু পর্দায় যাকে দেখে আমরা সব সময় গালাগাল দিতাম, সেই সনু সুদ এসে দাঁড়ালেন ভগবানের মতো।

কয়েক লক্ষ মানুষকে বাড়ি ফিরিয়ে, কয়েক লক্ষ মানুষকে আরো একবার জীবিকা নির্বাহের জন্য রাস্তা করে দিয়েছিলেন তিনি। কয়েক লক্ষ মানুষকে আরো একবার বাঁচার জন্য উৎসাহ দিয়েছিলেন তিনি। সাস্থ্য থেকে শুরু করে শিক্ষা, সর্বক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। আজ ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কোটি কোটি মানুষের আশীর্বাদ গ্রহণ করেছেন তিনি। অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে পেরে তিনিও বড্ড বেশি খুশি।

জুলাই মাসের ৩০ তারিখ ছিল ভগবান স্বরূপ এই অভিনেতার জন্মদিন। ভগবানকে যেমন পুজো দেওয়া হয়, ঠিক তেমনই এই মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য তার বাড়ির সামনে ভিড় করেছিলেন বহু মানুষ। সাধ্যমত উপহার এনেছিলেন সকলে। তবে তার মধ্যে একটি উপহার যেন সকলের মন কেড়ে নিয়েছে।

মহারাষ্ট্রের বিপুল মিরাজকর নামে এক শিল্পী ৫০ হাজার বর্গফুট জমিতে ফুটিয়ে তুলেছেন অভিনেতার এক চিত্র। মাটিতে থাকা সবুজ ঘাস দিয়ে তৈরি করেছেন এই ছবিটি। অভিনব এই উপহারটি পেয়ে রীতিমতো আপ্লুত অভিনেতা নিজেও। এত সুন্দর একটি শিল্পকলা দেখে মুগ্ধ হয়ে গেছেন তিনি। ফেসবুকে শিল্পীদের এই ছবিটিকে শেয়ার করেছেন তিনি।

প্রসঙ্গত, এই শিল্পকর্মটি তৈরি করতে প্রায় কুড়ি দিন লেগেছে শিল্পী বিপুলের। শিল্পকর্মটি বিপুল একা করেননি বরং তার সঙ্গে সাহায্য করেছেন তার সহকর্মীরা। মাটির উপরে থাকা ঘাস কেটে তৈরি করেছেন অভিনেতার অবয়ব। সমস্ত শিল্পকলা টি ড্রোনের মাধ্যমে ভিডিও করে দেখানো হয়েছে। এমন একটি সুন্দর এবং অভাবনীয় পুরস্কার পেয়ে আপ্লুত অভিনেতা এবং এই পুরস্কার দেখে আপ্লুত দর্শকরা।