সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মমতার কথা ম’তো এবার কি তবে স্কুল খু’ল’বে? উত্তরে যা বললেন শিক্ষামন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পুজোর পরেই সম্ভবত করোনা পরিস্থিতি খতিয়ে দেখে স্কুল খোলা হতে পারে। পুজো পেরোতেই তাই স্কুল খোলার অপেক্ষায় দিন গুনছেন পড়ুয়ারা। আগস্ট মাসে নবান্নে একটি গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পুজোর ছুটির পর একদিন অন্তর স্কুল খোলার ব্যবস্থা করা হবে। যদিও কোন শ্রেণীর পড়ুয়াদের জন্য এই ব্যবস্থা করা হবে তা তিনি জানাননি। এদিকে দুর্গাপূজো শেষ। অতএব কবে স্কুল খুলবে, আদৌ স্কুল খুলবে কিনা এই নিয়ে প্রশ্ন আছে। এ প্রশ্নের জবাব দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

ব্রাত্য বসু জানিয়েছেন করোনা পরিস্থিতির উপর নির্ভর করবে স্কুল খোলার বিষয়টি। রাজ্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চায়। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যেভাবে পরামর্শ দেবেন সেই মোতাবেক পদক্ষেপ নেবে নবান্ন। তাই স্কুল খোলার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপর।

স্কুল কবে খোলা হবে সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি ব্রাত্য বসু। করোনা পরিস্থিতি নিয়ে সার্বিকভাবে আলোচনা করার পরেই পদক্ষেপ নেওয়া হবে বলে জানাচ্ছেন তিনি। উল্লেখ্য এই মুহূর্তে ভারতে প্রায় ৫০০ দিনের বেশি বন্ধ রয়েছে স্কুল। এতে দেশের প্রায় ৩২০ মিলিয়ন শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার স্কুল করার ওপর জোর দিচ্ছে নবান্ন। দেশের করোনা পরিস্থিতি এখন অনেকখানি নিয়ন্ত্রণে। তবে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।