সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ভু’য়ো আদালত, ঘ’ট’না প্রকাশ্যে আসতেই হতভম্ব পুলিশ প্রশাসন

বাড়িতেই বসতো আদালত, আদালতের সেই ধাঁচেই চরিত্র বিচার। এমনকি তৈরি হতো সেখানে ভুয়ো দলিলও। ডায়মন্ড হারবারের মরুইবেড়িয়া এলাকায় সম্প্রতি এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ পুলিশের।

এতদিন পুলিশের চোখের আড়ালে এই ধরনের কর্মকাণ্ড চালানো হত। কিন্তু সেই কাজ আর কতদিন? গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে গত বুধবার অভিযান চালায় পুলিশ, আর সেখানে গিয়ে হাতেনাতে ধরে সবাইকে।

অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে পুলিশ। কয়েক দিন নয়, একেবারে গত দু’বছর থেকে এই ভুয়া কারবার চালাচ্ছে রাজ্জাক। তার কাছেই তৈরি হতো ভুয়া দলিল।

আরো পড়ুন: অন্য লোকের জমি দখল করে বাড়ি বানানোর অভিযোগ অপর্ণা সেনের বি’রু’দ্ধে

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো গন্ডগোল হলে দু’পক্ষের মধ্যে মধ্যস্থতা করতেন তিনি। সেটাই ধীরে ধীরে আদালতের আকার নেয়, একেবারে বেসরকারি মতে আদালতের মতই কাজকর্ম চলত রাজ্জাকের বাড়িতে।

আর বিচারকের আসনে থাকতো স্বয়ং রাজ্জাক। তবে গ্রামের কিছু মানুষ রাজ্জাকের কাজের বিরোধিতা করেছিল, আর তাতেই হুমকি পর্যন্ত দিয়েছিল রাজ্জাক।  কিন্তু আর কত শাক দিয়ে মাছ ঢাকা যায়? কিন্তু সেই খবর ধীরে ধীরে পৌঁছে গেছে পুলিশের কাছে।

জেলায়বুধবার রাতে ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে-র নেতৃত্বে পুলিশ বাহিনী মরুইবেড়িয়া গ্রামে হাজির হন, তারা আচমকাই এসে পড়ায় কোনোভাবেই পালাতে পারেনি রাজ্জাক। একেবারে হাতেনাতে পাকরাও করা হয় তাকে। তার সাথে উদ্ধার করা হয় ভুয়ো দলিল, কাগজপত্র ও ধারালো অস্ত্র।