সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতে’র নাগ’রি’কত্ব না থা’ক’লে ভোট দেবেন না আমায়! অনু’প্রবেশ’কারী’দের হুঁ’শি’য়া’রি প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের

ভারতের নাগরিকত্ব না থাকলে ভোট দেবেন না আমায়! অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের

ভবানীপুর উপ নির্বাচন কেন্দ্রে নির্বাচনী দামামা বেজে গিয়েছে। এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার বিধানসভা নির্বাচনী ভোটে পরাজিত করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিজেপি। বিজেপির প্রার্থী তথা মহিলা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল উপনির্বাচন কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়বেন। আর ভোটের প্রচার শুরু হতে না হতেই নাগরিকত্ব নিয়ে জোরদার হুঁশিয়ারি দিলেন তিনি।

ভবানীপুর উপনির্বাচন কেন্দ্রের বিজেপির প্রার্থী স্পষ্টত হুঁশিয়ারি দিয়েছেন, যারা এই দেশের বাসিন্দা নন, যাদের কাছে এই দেশের বাসিন্দা হওয়ার ভুয়ো ডকুমেন্টস আছে, তারা যেন তাকে ভোট না দেন। তিনি সাফ বলে দিয়েছেন, ভারতবর্ষ তার নিজের বাসিন্দাদের জন্য। যারা প্রতিবেশী রাষ্ট্র থেকে পালিয়ে এসে এখানে থাকছেন তাদের জন্য নয়। এভাবেই কার্যত বেআইনি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিলেন বিজেপির প্রার্থী।

প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। তিনি বলেন রাজ্যের ভোট পরবর্তী হিংসা মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আদালতে টেনে নিয়ে গিয়েছেন। তিনি আরো বলেছেন এই ভবানীপুরে তার ‘নানি বাড়ি’। তাই ভবানীপুরের প্রতিটি বাঁক তার চেনা। কাজেই এই ভবানিপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীকে দ্বিতীয় বার পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিন তিনি স্পষ্ট বলে দেন, যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন তাদের ভোটের কোনো প্রয়োজন নেই তার। ভারতের নাগরিকত্ব যাদের কাছে আছে, দেশের উন্নয়নের জন্য তারা যেন তাকেই ভোট দেন। তার এই বক্তব্য থেকে তিনি কার্যত নাগরিকত্ব আইনের প্রয়োজনীয়তা সম্পর্কেই বার্তা দিতে চেয়েছেন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।