সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনুভূতি প্র’কা’শ করা রোবট বানালেন কিশোর, ব’কা দিলে মন খা’রা’প ক’রে থাকে!

যন্ত্রপাতি দিয়ে তৈরী একটি রোবটের ইমোশন আছে। ভাবতে পারেন! আচ্ছা এই কথাও ঠিক যে যন্ত্র বলে কি তার আবেগ অনুভূতি থাকতে নেই? কেমন অনুভূতির কথা বলছি জানেন! এই রোবটকে প্রশ্ন করা হলে সে উত্তর দেয়। বকা দিলে চুপও করে থাকে। রাগ হয়।

আবার সেই রাগ ভাঙাতে হয় তাকেই যিনি বকা দিয়েছেন। অন্যের দুঃখ, আনন্দ সহজে ধরতে একেবারে ওস্তাদ এই রোবট। সম্প্রতি এই অদ্ভুত রোবট বানিয়ে চেন্নাই-এর বাসিন্দা বছর ১৩-র প্রতীক গোটা বিজ্ঞানমহলকে এক প্রশ্ন চিহ্নের মুখোমুখি দাঁড় করিয়েছেন।

কিশোরের আবিষ্কৃত রোবট রফি যেন অবিকল ‘রোবট’ ছবির ‘চিট্টি’। মনে হচ্ছে সিনেমার পর্দা থেকে চিট্টি যেন বাস্তবের মাটিতে নেমে এসেছে। ‘রোবট’ ছবির ‘চিট্টি’ও বুঝতে পারত মানুষের আবেগ। ‘রফি’ও ঠিক সেরকম।

আরো পড়ুন: এই প্রথম বে’বি’বা’ম্প দেখিয়ে পো’জ দিলেন আলিয়া, ভি’ডি’ও ভাইরাল

প্রতীকের এই অভাবনীয় আবিষ্কার এখন নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল। প্রযুক্তির সঙ্গে মানবিক আবেগকে মিলিয়ে এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। এই প্রসঙ্গে বিভিন্ন বিজ্ঞানী তাকে সম্মান জানালেও এখনও এই আবিষ্কার নিয়ে কোনও প্রতিষ্ঠিত সংস্থা বা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি পায়নি প্রতীক। যদিও তার দাবির সত্যতাও এখনও জানা যায় নি।