সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সিকিমের সঙ্গে রেল যোগাযোগ কবে থেকে চা’লু হচ্ছে? উত্তর শুনলে মুখের হা’সি চও’ড়া হয়ে যাবে

ভ্রমণ পিপাসু মানুষদের জন্য সুখবর, এতদিন সিকিমে যাওয়ার জন্য পর্যটকদের বিমানে করে উত্তরবঙ্গ পৌঁছতে হতো তারপর সেখান থেকে গাড়িতে করে যেতে হতো সিকিম। তবে সেই দিন বদলাতে চলেছে। কারণ শীঘ্রই সরাসরি ট্রেনে করেই সিকিম পৌঁছে যাওয়া যাবে কিছুদিন পর।

সেবক-রংপো ১১ নম্বর টানেলের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এই টানেল তৈরী করতে সময় লেগেছে ২.৫ বছরের মতো। ইতিমধ্যে ৬ টি টানেল উদ্বোধন করা হয়েছে এই রুটের। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই এই রেলপথ চালু হতে পারে। টানেলের দৈর্ঘ্য ৩.২ কিলোমিটার।

ভারতীয় রেলের পক্ষ থেকে এই কাজ দ্রুত চালানো হচ্ছে, ইতিমধ্যে জানা গেছে ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৪০৮৫ কোটি টাকা। এখন শুধু সময়ের অপেক্ষা কারণ সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই এই টানেলে রেললাইন পাতার কাজ শুরু হবে ।

আরো খবর: দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়! কত সম্পত্তি তাঁর?

ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে সেবক, রিয়াংস মল্লি, রংপো এবং তিস্তাবাজার এই মোট ৫ টি স্টেশন রাখা হবে সেবক থেকে রংপো যাওয়ার পথে। যাত্রাপথে থাকবে ১৪ টি সুরঙ্গ এর সাথে বিভিন্ন সুরক্ষা ব্যবস্থাও রাখা হবে।

মোট কথা অনেক বাধা বিপত্তির পর এই টানেল তৈরী করা হয়েছে। যেটা একটা সাফল্য এনে দিয়েছে ভারতীয় রেলের কাছে। এখন কাজ প্রায় শেষের দিকে তাই এবার আর কোনো বাধা বিপত্তির সৃষ্টি যাতে না হয় তার চেষ্টা করছে।