সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দাউদ ইব্রাহিমের নাম করে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি-কে প্রা’ণ’না’শে’র হু’ম’কি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার টার্গেট নীতিন গডকরি। শনিবার সকালে নাগপুরে তার দপ্তরে একটি ল্যান্ডলাইন নম্বরে হুমকি ফোন আসে। তাকে শেষ করে দেওয়া হবে এমনই হুমকি দিয়ে দুইবার ফোন করা হয় । মন্ত্রী নিজেই দুবার ওই ফোন তুলেছেন ফোনের ওপার থেকে যিনি কথা বলেছেন তিনি তার পরিচয় গোপন রেখেছেন কিন্তু জানিয়ে দিয়েছেন অবিলম্বে খুন করা হবে মন্ত্রীকে । নিজের পরিচয় গোপন রাখলেও ফোনের ও প্রান্তে থাকা ব্যক্তি স্পষ্ট জানান তিনি দাউদ ইব্রাহিমের দুত।

সেখান থেকেই কথা বলছেন এবং অবিলম্বে খু’ন করা হবে মন্ত্রী মশাইকে। শনিবার সকাল ১১টা ৩০ এবং ১১:৪০ নাগাদ এই দুটি ফোন আসে। ফোন আসার সঙ্গে সঙ্গে নাগপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন মন্ত্রী। ঠিক একইভাবে প্রধানমন্ত্রীর বেলাতেও এসেছিল দুটি মেসেজ। মুম্বাই ট্রাফিক পুলিশের ফোন নম্বরে দুটি মেসেজ করা হয় গত ২৮ শে নভেম্বর সেই মেসেজে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুজন হত্যা করবেন তারা দাউদের দুত।

একটি অডিও মেসেজ এবং কিছু ডকুমেন্ট পাঠানো হয় বলে অভিযোগ। এই খবর সামনে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা দেশে । একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ । রহস্য ঘনীভূত হতে শুরু করে। যদিও এই ঘটনায় অমন সাক্সেনা নামে আইআইটি মুম্বাইয়ের এক পড়ুয়াকে গ্রেফতার করা হয়।

আরো খবর: আসছে বৃষ্টি, এবার কি ত’বে আরো জাঁ’কি’য়ে পড়বে ঠান্ডা?

তিনি নিজ দায়িত্বে ওইসব ভুয়া মেসেজ পাঠাতেন বলে জানা গিয়েছে।। এমনকি এই ঘটনার পর উত্তরপ্রদেশের ছোট্ট গ্রামে নিজের পৈতৃক বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন ওই যুবক। যদিও পড়ে তাকে গ্রেপ্তার করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।এবারেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। আর এই ঘটনায় অমনের যোগ সাজস রয়েছে বলেই মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রীকে হুমকির ঘটনায় অমনের সঙ্গে জড়িত ছিলেন তার এক বান্ধবী। দাউদ ইব্রাহিম সম্পর্কে সম্প্রতি একটি বিস্ফোরক তথ্য সামনে এনেছিল গোয়েন্দা দপ্তর। তাদের দাবি ছিল ভারতে একবার বড় হামলার ষড়যন্ত্র করছে এই কুখ্যাত ডন। যাতে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়। তার মধ্যে আবার প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট মন্ত্রীকে হুমকি। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।