সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আবহাওয়ার ভো’ল পা’ল্টে যা’চ্ছে, বইবে ঝো’ড়ো হাওয়া, হবে মুষলধা’রে বৃষ্টিপাত

আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আগামীকাল রবিবার বৃষ্টির সম্ভাবনা।বিশেষ করে কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তারা।আগামী সপ্তাহের প্রথম থেকে আবহাওয়া কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

আজ সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে আকাশ মেঘলা হয়ে ওঠে, আর সেই কারণেই যেন জানান দিতে থাকে আগামীকাল রবিবার বৃষ্টির সম্ভাবনার কথা। আজ কলকাতার তাপমাত্রা ১৮-২৪ ডিগ্রির মধ্যে রয়েছে। এদিকে আবার আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯৪% এর মতো।

আপাতত উত্তরবঙ্গে তেমনভাবে বৃষ্টি না হলেও, দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলাগুলোতে হালকা বৃষ্টি হয়েছে। দুই মেদিনীপুর ঝাড়গ্রাম ও দুই বর্ধমান জেলায় হালকা বৃষ্টি হয়েছে। পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া প্রায় সব জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার।

আরো পড়ুন: এবার প্রধানমন্ত্রী মোদিকে ফো’ন করলেন ইউক্রেন প্রেসিডেন্ট

এর সাথে কিছু কিছু জেলার শিলা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতাসহ আশেপাশের জেলাগুলোতেও মেঘলা আকাশ অবস্থান করবে। দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গের কথা বলা হয়, তাহলে দেখা যাবে, পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা সমতলের তুলনায় বেশি থাকবে।

কালিংপং দার্জিলিং কার্শিয়াং জায়গাতেই আগামীকাল রবিবার বৃষ্টি চোখে পড়বে। তাছাড়া সমতলের মালদহ, দূই 24 পরগনা জেলাগুলোতে সমস্যার সাথে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে।

অন্যান্য রাজ্যের কথা যদি বলা হয়, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে দিল্লি চন্ডিগড় হরিয়ানা উত্তরপ্রদেশ প্রায় সব জেলাতেই ঝড়ো হাওয়ার সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আবার উত্তর পশ্চিম ভারত সহ আশেপাশের রাজ‌্যগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার আগমন বার্তা শোনা যাচ্ছে।