সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আসছে বৃষ্টি, এবার কি ত’বে আরো জাঁ’কি’য়ে পড়বে ঠান্ডা?

মকর সংক্রান্তিতে শীতের দেখা নেই! হঠাৎ করে উড়ে গিয়েছে শীত। কিন্তু মাঘ মাস পড়তে না পড়তেই শীতের বিদায় ঘটে গেল! মনমরা হয়ে পড়েছে শীতকাতুড়ে বাঙালি। এবার তার মধ্যেই অশনি সংকেত জারি করেছে আবহাওয়া দপ্তর। আবারো বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন মকর সংক্রান্তির দিনেই বৃষ্টিতে ভিজবে গোটা বঙ্গ।

একেতে শীত উধাও অন্যদিকে আবার বৃষ্টি। একেবারে গোদের উপর বিষ ফোড়ার মতন অবস্থা আম জনতার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি উচ্চচাপ বলয় সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে বাংলায়।

এই জলীয় বাষ্পের প্রভাবে বাংলার উপকূলবর্তী অঞ্চল গুলিতে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ শীতের মধ্যেই বৃষ্টি। তবে বৃষ্টির দাপট থেকে রেহাই পাবে না কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিও। সেখানেও দফায় দফায় বৃষ্টিতে ভিজবে তিলোত্তমাবাসি।

আরো খবর: সামান্য ক্যান্টিন স্টাফ থেকে স’ফ’ল কোম্পানির মালিক, জানুন চাঁদুভাই-র জী’ব’ন সংগ্রামের কা’হি’নী

অসময়ে শীত চলে যেতেই তার জায়গা দখল করবে বৃষ্টি। আগামী সপ্তাহের শুরুর দিকেই আকাশে দেখা মিলতে পারে ঘন কালো মেঘ। সবচেয়ে বেশি বৃষ্টি হবে আগামী বুধবার আর ওই দিনেই তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা।

মকর সংক্রান্তির দিনেও প্রধানত মেঘলা আকাশ ছিল বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ ছিল সর্বাধিক যা থেকে কিছুটা বিপদের আচ পেয়েছিলেন বঙ্গবাসী। এবার সেই আশঙ্কা সত্যি করে বৃষ্টিতে ভিজবে দুই বাংলা।