সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রান্নার গ্যাসের দা’ম আ’রো বাড়লো, নতুন রেট জেনে নিন

14 কেজি LPG গ্যাস সিলিন্ডারে-র দাম কলকাতা সহ দেশের সব ছোট বড় শহরে বাড়ল। এদিন সকালে দেশের তেল কোম্পানিগুলো 14 কেজি রান্নার গ্যাসের দাম 3.5 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। একে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দর বাড়ছে, তার উপর রান্নার গ্যাসের দামে বিপুল বৃদ্ধি।

এরফলে নাভিশ্বাস উঠছে দেশের আমজনতার। এদিন সকালে দেশের তেল কোম্পানিগুলো বা OMC-গুলোর তরফ থেকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করার কথা বলা হয়। দাম যে তাৎক্ষণিকভাবে বৃদ্ধি করার কথা বলা হয়েছে। অর্থাৎ আগামীকাল থেকে যাঁরা রান্নার গ্যাস কিনবেন, তাঁদের অতিরিক্ত মূল্য দিতে হবে।

সাধারণ মানুষ নাগাড়ে মূল্যবৃদ্ধির ফলে বিপর্যস্ত। চলতি মাসে এই নিয়ে দুবার বাড়ল রান্নার গ্যাসের দাম। মে মাসের 7 তারিখ বৃদ্ধি পেয়েছিল রান্নার গ্যাসের দর। আজ ফের। প্রথমে 14 কেজি রান্নার গ্যাসের দাম 50 টাকা এবং পরে এই রান্নার গ্যাসের দাম 3.5 টাকা বৃদ্ধি পেয়েছে।

আরো পড়ুন: কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্বামীর অ’ক’থ্য অ’ত্যা’চা’র, সুইসাইডের চেষ্টা বধূর! ত্রা’তা একজন মহিলাই

সব মিলিয়ে এই একমাসেই প্রায় 53.5 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দর। এই রান্নার গ্যাসের দর বৃদ্ধির পর কলকাতায় 14 কেজি LPG গ্যাসের দাম 1,029 টাকায় ঠেকেছে রান্নার গ্যাসের দাম। যা রেকর্ড। কলকাতা শহরের ইতিহাসে কখনও এত দামে বিক্রি হয়নি রান্নার গ্যাস। মুদ্রাস্ফীতি মাত্রা ছাড়াচ্ছে। দামে বদল নেই পেট্রল-ডিজেলের।

নিত্যদিনের ব্যবহার্য সামগ্রী যেমন চাল-ডাল-আটা-তেলের দাম তো ইতিমধ্যেই আকাশছোঁয়া। তার মধ্যেই রান্নার গ্যাসের দামে এই বিপুল বৃদ্ধি। কলকাতা ছাড়াও, দেশের অন্য সমস্ত শহরে বেড়েছে রান্নার গ্যাসের দর। মুম্বই, দিল্লি, চেন্নাই সহ দেশের সর্বত্র বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের দর।

দিল্লিতে 14.2 কেজি রান্নার গ্যাসের দাম এখন 1,003 টাকা। মুম্বাইয়ে 14.2 কেজি রান্নার গ্যাসের দাম এখন 1,002.50 টাকা। চেন্নাইয়ে 14.2 কেজি রান্নার গ্যাসের দাম এখন 1,058.50 টাকা।