সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অসুস্থ শিশুরাও পারিবারিক ভা’বে পা’বে’ন পেনশন, যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

বর্তমানে প্রয়াত বহু সরকারি কর্মচারীদের অসুস্থ সন্তানরা পেনশন পান না। এবার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক বক্তব্য পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তাঁর মতে, একজন প্রয়াত সরকারি কর্মচারীদের মানসিকভাবে অসুস্থ যদি কোন সন্তান থাকেন, তাহলে তিনিও পারিবারিকভাবে পেনশন পাওয়ার অধিকারী হবেন। নানান অভিযোগ কিছুদিন ধরেই পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তরের তরফ থেকে এসেছে। বহু ব্যাংক নাকি মানসিকভাবে অসুস্থ শিশুদেরকে তাদের পারিবারিক পেনশন থেকে বঞ্চিত করছে। এমনকি তাদেরকে আদালতে অভিভাবক পত্র জমা দেওয়ার জন্য আদেশ দেওয়া হচ্ছে।

মানসিকভাবে অসুস্থ শিশুদের ক্ষেত্রে এই কাজ অত্যন্ত জটিল। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার সাধারণ মানুষের জীবনকে আরও সহজ করতে সর্বদা সচেষ্ট। এমন পরিস্থিতিতে, মানসিক ভাবে অসুস্থ বা অন্যের ওপর নির্ভরশীল শিশুর কাছ থেকে পেনশনের জন্য অভিভাবক পত্র চাওয়া প্রয়াত সরকারি কর্মচারীদের এতদিনের কাজকর্মকে কোথাও যেন গিয়ে ক্ষুন্ন করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করার জন্য সব পেনশন বিতরণকারী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের পরামর্শ দেওয়া হয়েছে। যাতে তারা অভিভাবকত্ব সনদ না চান।

জিতেন্দ্র সিং রবিবার বলেছেন, পেনশন বিভাগ সাম্প্রতিক সময়ে পারিবারিক পেনশন সংক্রান্ত অনেক বড় সংস্কার করেছে। এর মধ্যে রয়েছে ডিভোর্সি কন্যার জন্য নিয়ম শিথিল করা। এ ছাড়া বয়স্ক পেনশনভোগীদের জীবন সনদ জমা দেওয়ার জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে মুখ শনাক্তকরণ প্রযুক্তি আনাও মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সংস্কারের অন্তর্ভুক্ত।