সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভাড়া বাড়িতে কি ১৮ শতাংশ GST দি’তে হবে? জানুন আসল স’ত্য

কেন্দ্রীয় সরকারের আরোপিত জিএসটি নিয়ে কার্যত নাজেহাল দেশের সাধারণ মানুষ। জি এস টি কার্যকর হওয়ার পর দেখা গিয়েছে যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আরো বেড়েছে। এখন একাধিক রিপোর্টটি জানা যাচ্ছে নাকি ভাড়া বাড়ির ক্ষেত্রেও কেন্দ্রের তরফ থেকে জিএসটি আরোপিত হয়েছে।

পিআইবি ফ্যাক্ট চেক টিম এই ব্যাপারে জানিয়েছে আসল সত্যিটা। সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, যদি কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আবাসিক এলাকা ভাড়া দেওয়া হয় তাহলে সেটি করযোগ্য হবে।

এই টিমের তরফ থেকে জানানো হয়েছে যদি কোন সাধারণ ব্যক্তিকে ব্যক্তিগত কাজের জন্য বাড়ি ভাড়া বা থাকার জন্য বাড়ি ভাড়া দেওয়া হয় তবে তা জিএসটির আওতায় পড়বে না। তবে কোন ব্যবসায়ী নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য আবাসিক এলাকা ভাড়া নিলে সেটাও জিএসটি থেকে বাইরে থাকবে।


এর আগে জল্পনা ছড়িয়েছিল যে কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত অনুসারে ভাড়া বাড়িতে আঠারো শতাংশ জিএসটি বসবে। তবে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যদি আবাসিক স্থান অর্থাৎ সাধারণ বাড়ি কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয় তবে তা করযোগ্য হবে। এবং ১৮ শতাংশ হারে জিএসটি বসবে।

সাম্প্রতিক জিএসটি হারে একাধিক বদল এনেছে কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী নির্মালা সীতারামন সংসদের বাদল অধিবেশনের জিএসটি সংক্রান্ত জল্পনাগুলিকে নস্যাৎ করে দিয়েছেন। আগে যেমন খবর রটেছিল খাবারের উপরে জিএসটি বসিয়েছে কেন্দ্র। পরে জানানো হয় শুধু প্যাকেটজাত এবং লেভেলযুক্ত আইটেমের উপরে পাঁচ শতাংশ জিএসটি বসানো হয়েছে।