সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মানুষ কেন না’ক খোঁ’টে? কি বলছেন বিজ্ঞানীরা?

মানুষের বিভিন্ন বদ অভ্যাসের মধ্যে অন্যতম হল নাক খোঁটা। কখনও নাক খোঁটেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর নাক খুঁটে যেহেতু ময়লা বের হয় তাই এটি একটি বদ্ধ অভ্যাস। তবে নাকের ভিতর আঙুল কেন ঢোকানো হয় তা নিয়েও বৈজ্ঞানিক গবেষণা চলছে।

বার্ন বিশ্ববিদ্যালয়ের এক গবেষক একবার দেখেন যে ‘আইআই’ নামক এক বন্যপ্রাণী প্রায়ই নাকের ভিতর আঙুল ঢোকায়। এই প্রাণীটিও মানুষ, বাঁদর বা হনুমানের মতো একপ্রকার প্রাইমেট। গোটা পৃথিবীতে মোট 200 প্রকারের প্রাইমেট রয়েছে।

গবেষকটি আরও লক্ষ্য করেন যে ওই প্রাণীটি তার সবচেয়ে বড় আঙুলটি নাকে ঢোকায় এবং তার সিটিস্ক্যানে ধরা পড়ে যে নাক পেরিয়ে সেই আঙুল গলা পর্যন্ত ঢুকে যায়। আর এই গবেষণা প্রকাশ পেয়েছে ‘Journal of Zoology’-তে।

অমলেট ও মামলেটের ম’ধ্যে পা’র্থ’ক্য কোথায়?

বিজ্ঞানীর গবেষণা য় আরও ধরা পড়েছে যে মানুষ সমেত মোট ১২ ধরণের প্রাইমেট প্রাণীর নাকে আঙুল ঢোকানোর বদ অভ্যাস আছে। এর থেকেই বোঝা যাচ্ছে যাচ্ছে বিবর্তনের মাধ্যমেই এই অভ্যাস তৈরী হয়েছে। অর্থাৎ এর পিছনে আরও বিশেষ কিছু কারণ রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা এবং সেজন্যই এ প্রসঙ্গে আরও গবেষণার প্রয়োজন আছে।