সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Special Fixed Deposit: বয়স্কদের এই স্কী’মে’র মে’য়া’দ বাড়িয়ে দিলো SBI

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বয়স্কদের স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম এক্সটেন্ড করল। কোভিড মহামারীর কারণে, বিশেষ এফডি স্কিমটির কয়েকবার এক্সটেনশন করা হয়।

প্রবীণ নাগরিকদের জন্য এটি সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ২০২০ সালের মে মাসে, SBI সিনিয়র সিটিজেনদের জন্য ‘উইকেয়ার’ সিনিয়র সিটিজেনস টার্ম ডিপোজিট স্কিম ঘোষণা করেছিল। প্রাথমিকভাবে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত এটি চলার কথা ছিল।

করোনার কারণে বিশেষ এফডি স্কিমটির কয়েকবার এক্সটেনশন করা হয়েছিল। আপাতত এটি আগামী বছরের মার্চের শেষ পর্যন্ত চলবে বলে ঠিক করা হয়েছে।এই স্কিমে সিনিয়র সিটিজেনদের এফডিতে ৫ বছর এবং তার বেশি মেয়াদের ক্ষেত্রে অতিরিক্ত ৩০ বিপিএস সুদের হার প্রদান করা হয়।

বর্তমানে এসবিআই সাধারণ জনগণের জন্য পাঁচ বছরের এফডিতে ৫.৪% সুদের হার দেয়। যদি একজন প্রবীণ নাগরিক বিশেষ এফডি স্কিমের অধীনে একটি নির্দিষ্ট আমানত রাখেন, তাহলে এফডির জন্য প্রযোজ্য সুদের হার হবে ৬.২০%। এই হার গত ৮ জানুয়ারী ২০২১ থেকে প্রযোজ্য হবে।