সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’রা’ত্ম’ক অবস্থা চীনে! একদিনেই আ’ক্রা’ন্তে’র সং’খ্যা ছাড়ালো সাড়ে ৩ কোটি

করোনার দাপটে চিন একেবারে নাজেহাল, নতুন করে চিনে ফের করোনার তান্ডব শুরু হয়েছে। কোনোভাবেই করোনাকে প্রশমিত করার রাস্তা খুজে পাচ্ছে না চিন। ইতিমধ্যেই চিনে ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনা, যার কারণেই চিনে দৈনিক সংক্রমনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেকটাই।

এর আগে এমন সংক্রমন একেবারে লাগাম ছাড়া কখনই দেখে নি বিশ্ববাসী।  এত সংক্রমন কিভাবে , সেটা বুঝে উঠতে পারছে না চিন প্রশাসন। ইতিমধ্যেই চিনের শীর্ষ স্বাস্থ্য মহল জানিয়েছে চলতি সপ্তাহে নাকি দেশে দৈনিক সংক্রমন হয়েছে ৩ কোটি ৭০ লক্ষের কাছাকাছি ।

এটি একটি বিশ্ব রেকর্ড, কারণ গোটা চিনে ও বিশ্বে এটাই সব থেকে বেশী সংক্রমণ , চিনে এতদিন করোনার জন্য লক ডাউন ছিল, কিন্তু সেটা হালকা হতেই এই করোনা সংক্রমণ হু হু করে বৃদ্ধি পাচ্ছে। ওমিক্রণের ভেরিয়েন্ট বি এফ ৭ এর কারণেই দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে চিনে।

আরো খবর: বড়দিনের আগে শা’ন্তি’র বা’র্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট! তবে কি যু’দ্ধ থা’মা’তে চাইছেন?

চিনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছেন, গত ২০ দিনের মধ্যে চিনের সংক্রমণের সংখ্যা মোট জনসংখ্যার ১৮%। হিসেব করে দেখা গেছে ২৪ কোটির বেশী মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। যেভাবে করোনা সংক্রমন হচ্ছে মনে করা হচ্ছে বিগত বছর গুলো থেকে সেই সংখ্যা অনায়াসে ছাড়িয়ে যাবে।

২০২২ সালের জানুয়ারি মাসের সংক্রমণের সংখ্যা ছিল ৪০ লক্ষ কিন্তু এবার সেই চেহারাটাই আলাদা। চিন জিরো কোভিড নীতি গ্রহণ করেছিল যেভাবেই হোক করোনাকে রুখতে হবে। কিন্তু কড়া করোনা বিধি টানা ২ বছর থেকে, সেটা যখন মানুষের ক্ষোভে শিথিল করা হয় তখনই হু হু করে বেড়ে উঠছে করোনা সংক্রমণ।