সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টা’কা তৈরি হয় কি দি’য়ে? আপনি বলবেন কাগজ, তবে জে’নে নিন উত্তর

গাছের ছাল দিয়ে যে কাগজ তৈরি হয়, সেই কাগজ দিয়ে তৈরি হয় টাকা। এটা খুব সাধারণ একটি উত্তর আমাদের কাছে। কিন্তু আমরা অনেকেই জানিনা, টাকা শুধুমাত্র কাগজ দিয়ে তৈরি হয় না। সম্প্রতি রিজার্ভ ব্যাংক এই বিষয়ে এমন কিছু তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন।

এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাংক বলেছেন, শুধুমাত্র কাগজের তৈরি হলে টাকার নোট বেশিদিন টিকবে না। কাগজ কিন্তু টেকসই হয় না। তাহলে ভারতের টাকার নোট কি দিয়ে তৈরি হয়? উত্তরে রিজার্ভ ব্যাংক বলেছেন, নোট তৈরি অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ তুলো। টাকার নোট তৈরিতে তুলো ব্যবহার করা হয় ১০০%। শুধুমাত্র ভারতবর্ষে নয়, বহু দেশে নোট তৈরি করার জন্য কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় তুলো।

তুলোর মধ্যে যে তন্তু থাকে তাকে বলা হয় লিলেন। দুরকি জিলেটিন অ্যাডেসিভ সলিউশন এর সঙ্গে মেশানো হয় যাতে সেটি আরো টেকসই হয়। কিভাবে তৈরি করা হয় নোট। ফলে যে কোনো নোট সহজে ছিঁড়ে যেতে পারে না।