সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন সংসদ ভবনে সেঙ্গোল প্রতিষ্ঠা করা হবে তামিল রীতিতে, কেমন হবে সেই আচার অনুষ্ঠান?

আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরেই নতুন সংসদ ভবন উদ্বোধন হতে চলেছে। রবিবার সেন্ট্রাল ভিসতা প্রকল্পের অধীনে এই নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী। উদ্বোধন ঘিরে এক রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নতুন সংসদ ভবনকে সাজিয়ে তোলা হবে সেঙ্গলের মাধ্যমে।

উদ্বোধনের দিন লোকসভার অধ্যক্ষের পাশে সেই দণ্ড স্থাপন করা হবে।  দেশের স্বাধীনতার সময় ক্ষমতা হস্তান্তরের প্রতিক হিসেবে ব্যবহার করা হয়েছিল এই রাজদণ্ড। তারপর তার স্থাপন করা হবে, তামিলনাড়ুর বিভিন্ন অধিনম বা মঠ থেকে দিল্লিতে আসলেন ৩০ জন সাধু।

সাধুরা এসে মঙ্গল মন্ত্র উচ্চারণ করবেন আর তারপরেই স্থাপিত হবে এই রাজদণ্ড।  সংসদ ভবনের মর্যাদা আরো বাড়িয়ে দিতে চলেছে এই রাজদণ্ড এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। শুক্রবার রাজধানীতে এসে সাধুরা পৌঁছে গিয়েছেন উত্তরা স্বামী মালাই মন্দিরে পুজো দিয়েছেন তারা।

১৯৪৭ সালের স্বাধীনতার সময় তামিলনাড়ুর শৈব সাধুর মঠেদের কাছ থেকে এই রাজদণ্ড গ্রহণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।

ধর্মীয় অনুষ্ঠান মেনে সংসদ ভবনে সেটি স্থাপন করা হয়েছিল তার এতগুলো বছর পর আবার সেটি মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে স্থাপন করা হবে।