সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোনো বাড়িতে কন্যা সন্তানের জ’ন্ম হলেই ১১১ টি গাছ রো’প’ণ করা হয় দেশের এই গ্রামে

রাজস্থানের রাজসামান্দ জেলার একটি এলাকায় কন্যাসন্তানদের রক্ষার পাশাপাশি সবুজায়নের বন্দোবস্তও করা হয়। গ্রামে প্রতিবার কন্যাসন্তানের জন্ম হলে ১১১টি চারা রোপণ করা বাধ্যতামূলক। এমনকি এই সম্প্রদায় এও নিশ্চিত করে যে এই গাছগুলি যাতে বেঁচে থাকে আজীবন।

সম্প্রতি নয়, গত ১৫ বছর ধরে এমনটাই করে আসছেন এই গ্রামের বাসিন্দারা। গাছ এবং কন্যা-এখানে একে অপরের প্রতীকী। পরিবার যাতে মেয়েদের মতো করে গাছেদের যত্ন নেন সেই বিষয়টিও নিশ্চিত করা হয়।

গত ছ’বছরে, গ্রামের লোকেরা প্রায় এক কোটিরও বেশি গাছ রোপণ করতে পেরেছে। এর মধ্যে রয়েছে নিম, আম, আমলা-সহ একাধিক গাছ। শুধু তাই নয়, কন্যাসন্তানের জন্মের পর গ্রামবাসী নিজেরাই টাকা জোগাড় করেন।

আরো খবর: ডিএলএড কোর্সে এখন আর ভ’র্তি’র আবেদন গ্রহণ হ’বে না, ধা’ক্কা খে’লো পর্ষদ

২১ হাজার টাকা তাঁরা নিজেরা দেন, আরও ১০ হাজার টাকা নেন পরিবারের থেকে। মোট টাকা দিয়ে একটি ফিক্সড ডিপোজিট করা হয় ওই কন্যা সন্তানের নামে।

২০ বছর বয়স না হওয়া পর্যন্ত ওই টাকা কোনওভাবেই খরচ করা যায় না। মেয়েরা যাতে ঠিক মতো শিক্ষা পান সেই বিষয়টিও নজরে রাখা হয়।