Home অফবিট বিস্কুট মু’খে দিলেই ধোঁয়া বে’র হ’চ্ছে মুখ দি’য়ে! জনে জনে ভি’ড় করছেন...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিস্কুট মু’খে দিলেই ধোঁয়া বে’র হ’চ্ছে মুখ দি’য়ে! জনে জনে ভি’ড় করছেন দেখতে!

নদীয়ার এক দোকানে পাওয়া যায় অভিনব বিস্কুট। চায়ের সঙ্গে প্লেটও খেয়ে নেওয়া যায় অনায়াসে। আসলে চায়ের কাপ থেকে প্লেট সবটাই নাকি বিস্কুটের তৈরি। এবার এমন এক বিস্কুট আবিষ্কার করা হয়েছে যেই বিস্কুট মুখে পুড়লেই নাকি ধোয়া বের হয়। দিন কয়েক আগে ফায়ার পান বেশ ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছিল।

এবার ঠিক একই রকম ভাবে এসে গিয়েছে বাজারে এক ধরনের বিস্কুট। সেই বিস্কুট নাকি নাইট্রোজেন দিয়ে তৈরি। সেই বিস্কুট খেলে মুখের মধ্যে ধোয়া বের হচ্ছে। আর এই বিস্কুট পাওয়া যাচ্ছে মধ্যপ্রদেশে।

মধ্যপ্রদেশের ভেন্দে বসেছিল এক মেলা। সেই মেলায় কেনাকাটা করতে ভিড় জমিয়েছিলেন দূর দূরান্ত থেকে আসা মানুষ। রাতে প্রচন্ড ভিড় চোখে পড়েছে মেলায়। তবে অন্যান্য দোকানের থেকে বেশি ভিড় পড়েছে একটি বিস্কুটের দোকানে।

আরো খবর: এখন হাতে হাতেই whiskey স’মে’ত Beer, রইলো এই কয়েকটি Apps-র হ’দি’শ

সেই বিস্কুটের দোকানে নাকি পাওয়া যাচ্ছে নাইট্রোজেন বিস্কুট যা খেতে ভিড় জমাচ্ছে 8 থেকে 80। সবাইকেই আকৃষ্ট করছে ওই নাইট্রোজেনের বিস্কুট। এই বিস্কুট অন্যান্য বিস্কুটের থেকে সম্পূর্ণ আলাদা। মুখে নিলেই নাকি ধোঁয়া বের হচ্ছে।

একেবারে সিগারেট বিড়ির মতন এই বিস্কুট যা মুখে নিয়ে অনেকে আবার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। নাইট্রোজেন বিস্কুটের দোকানদার জানান প্রথম বারের মতন আমি এই বিস্কুটের প্রচলন ঘটিয়েছি।

নাইট্রোজেন গ্যাস সাধারণভাবে ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে আর এই গ্যাস আমরা অন্য জেলা থেকে নিয়ে আসি। বিস্কুট খেলে কোনরকম ক্ষতি হবে না।। রাতে বেশি বিক্রি হচ্ছে এই নাইট্রোজেন বিস্কুট আসলে দিনের বেলায় ধোঁয়া তেমন ভালোভাবে দেখা যায় না।