সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভা’লো খবর শোনালো রেল, এই সপ্তাহেই শিয়ালদহ ও হাওড়া থেকে চা’লু হ’চ্ছে দূরপাল্লার ট্রেন

করোনা সংক্রমনের ঊর্ধ্বমুখী গতিতে রাশ টানার জন্যই কার্যত বিগত প্রায় এক মাস ধরে রাজ্য জুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনো করোনা সংক্রমনের গতি কমানো সম্ভব হয়নি। তাই লকডাউনের মেয়াদ বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী। লকডাউনের নতুন পর্যায়ে অবশ্য বেশ কিছু ক্ষেত্রে তিনি ছাড় দিয়েছেন। লোকাল ট্রেন চালু না করলেও কিছু স্পেশাল ট্রেন চলাচলের অনুমতি দিয়েছেন তিনি।

এক নজরে দেখে নিন আগামী ১৬ই জুন থেকে কোন কোন দূরপাল্লার স্পেশাল ট্রেন চলাচল করবে। ০২০১৯ – হাওড়া-রাঁচি শতাব্দী বিশেষ ট্রেন, ০২২০ – রাঁচি-হাওড়া শতাব্দী বিশেষ ট্রেন, ০২৩৪৩ – শিয়ালদহ-নতুন জলপাইগুড়ি বিশেষ ট্রেন, ০২৩৪৪- নতুন জলপাইগুড়ি-শিয়ালদহ বিশেষ ট্রেন, ০৩১৬১ – কলকাতা-বালুরঘাট বিশেষ ট্রেন, ০৩১৬২ – বালুরঘাট – কলকাতা বিশেষ ট্রেন, ০২২৬১ – কলকাতা-হলদিবাড়ি বিশেষ ট্রেন, ০২২৬২ – হলদিবাড়ি – কলকাতা বিশেষ ট্রেন।

এছাড়াও ০৩০৩৩- হাওড়া-কাটিহার বিশেষ ট্রেন, ০৩০৩৪ – কাটিহার-হাওড়া বিশেষ ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ভিন রাজ্যের ট্রেন গুলির মধ্য থেকে ০২৬২০/০২৬১৯ মঙ্গালোর সেন্ট্রাল – লোকমান্য তিলক টার্মিনাস – মঙ্গালোর, ০৩২৫৩ – পাটনা – বনসওয়াদী স্পেশাল ট্রেন এবং ০৩২৫৪ – বানসওয়াদি – পাটনা স্পেশাল ট্রেন রয়েছে এই তালিকায়।

এছাড়া অবশ্য ফেস্টিভাল স্পেশাল ট্রেন গুলির মধ্যে ০৫২৬৯ – মুজাফফরপুর – আহমদাবাদ স্পেশাল ট্রেন, ০৫২৭০ – আহমেদাবাদ – মুজাফফরপুর স্পেশাল ট্রেন, ০৩২৫৯ – পাটনা-ছত্রপতি শিবাজি মহারাজ (টি) স্পেশাল ট্রেন এবং ০৩২৬০ – ছত্রপতি শিবাজি মহারাজ (টি) – পাটনা স্পেশাল ট্রেন থাকছে এই তালিকায়।