সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Airtel গ্রাহকদের জন্য বি’রা’ট সু’বি’ধা, ৫০০ টা’কা’র নিচে এই নতুন প্ল্যানগুলোতে মিলছে বে’শি ডেটা

যে বছর থেকে রিলায়েন্স জিও নিজেদের টেলিকম সংস্থা নিয়ে এসেছে, সেই বছর থেকেই টেলিকম জগতে প্রতিযোগিতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাছাড়া গত কয়েক বছরে রিচার্জের দামও বৃদ্ধি পেয়েছে অনেকটা। সব মিলিয়ে দেখা গেলে দেখা যাবে, মধ্যবিত্তের পকেটে টান পড়েছে প্রচুর।

বিশেষ করে লক্ষ্য করা গেছে মানুষ কখনো airtel থেকে জিও তে এবং কখনো জিও থেকে এয়ারটেল এ স্থানান্তরিত হয়েছে। ভারতের টেলিকম জগতে বর্তমানে জিও ও এয়ারটেল এর মধ্যেই দারুন প্রতিযোগিতা রয়েছে। তাই তারা সময়ের সাথে সাথে বিভিন্ন চমকপ্রদ রিচার্জ প্যাক নিয়ে আসে বাজারে।

মূল্যবৃদ্ধির কারণে সাধ্যমতো মানুষ নিজেদের রিচার্জ প্যাক বেছে নিতে পারে সেই কারণে ৫০০ টাকার নিচে অনেক কয়েকটি রিচার্জ প্ল্যান রয়েছে এয়ারটেলের। ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল, তাদের ৫০০ টাকার নিচের যেসব প্ল্যান রয়েছে যেখানে আনলিমিটেড কল করার সুবিধাও রয়েছে ।

আরো খবর: কেঁ’পে উঠলো তুরস্ক, কম্পনের মা’ত্রা ৭.৮, মৃতের সংখ্যা ছা’ড়ি’য়ে যে’তে পারে ১০০

সেগুলো এবার দেখে নেব। তবে সব প্ল্যানের ভ্যিলিডিটি এক নয়, আলাদা আলাদা রয়েছে। এইসবের সাথে এক বড় চমক হল , এই প্ল্যানগুলির সঙ্গে বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে।

479 টাকা প্রিপেড রিচার্জে 56 দিনের ভ্যালিডিটি দিচ্ছে সংস্হা, যেখানে পাওয়া যাবে ১.৫ জিবি দৈনিক ডেটা।থাকছে আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100 SMS। Wynk Music সাবস্ক্রিপশনের সঙ্গে FASTag রিচার্জে 150 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

299 টাকা রিচার্জে 28 দিনের ভ্যালিডিটি দিচ্ছে সংস্হা। এখানেও ঠিক একই ভাবে, এই প্ল্যানের সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন 1.5 GB হাই স্পিড ডেটা। Airtel Xstream ও Wynk Music সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে এই প্ল্যানে।

২০৯ টাকার প্ল্যানের সঙ্গে 21 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে । এই প্ল্যানে রয়েছে দৈনিক ১ জিবি ডেটার সুবিধা।এছাড়াও আনলিমিটেড ভয়েস কলিং করা যাবে। প্রতিদিন 100 SMS পাবেন।