সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেফার ক’রা ব’ন্ধ করতে হবে হাসপাতালগুলিকে, ক’ড়া বা’র্তা মমতার

পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে সম্প্রতি স্বাস্থ্য দফতরের একটি রিপোর্ট জমা পড়েছিল। সেখানে রোগী রেফার করা নিয়ে নানা অভিযোগ উল্লেখ করা হয়েছিল।

জেলার হাসপাতালগুলি থেকে রোগী ‘রেফার’ করা হচ্ছে আকছার। যার জেরে মাশুল গুনতে হয় রোগীর পরিবারকে। রোগীর পরিবারকে কলকাতায় এসে নানা হাসপাতালে ঘুরে বেড়াতে হয়।

তাতে বাড়ে অ্যাম্বুলেন্সের বিল। এমনকী চিকিৎসায় দেরি হওয়ায় রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে। এই রিপোর্ট হাতে পেয়ে জেলার হাসপাতালগুলির ‘রেফার’ রোগ তাড়াতে কড়া ওষুধ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন: রাশিয়ার হা’ম’লা’র মধ্যে কিয়েভে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, হাঁ’ট’লে’ন জেলেনস্কির সঙ্গে

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতরকে সাফ জানিয়ে দিয়েছে, অবিলম্বে এই রেফার বন্ধ করতে হবে। বিশেষ জরুরি ছাড়া অযথা রোগীকে হয়রান করা যাবে না।

এই কথা জেলা হাসপাতালগুলিকে জানিয়ে দিতেও বলা হয়েছে। আর তারপরই জেলা হাসপাতালগুলিকে চিঠি দিয়ে স্বাস্থ্য দফতর জানিয়ে দিয়েছে, অহেতুক রোগী রেফার করা যাবে না।

গত এক দশকে রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো বেড়েছে। প্রতিটি জেলায় অন্তত একটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। সিসিইউ এবং এইচডিইউ বেডও বেড়েছে। তাই রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে হবে।