সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অরুণাচল থে’কে ১৭ বছরের ভারতীয় যুবককে অ’প’হ’র’ণ করলো চীন

চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ ভারতের সীমানায় ঢুকে এক কিশোরকে অপহরণ করেছে ৷ এমনই গুরুতর অভিযোগ করেছেন অরুণাচল-পূর্ব জেলার সাংসদ তাপির গাও। বুধবার তিনি একটি টুইট করে জানান, চিনের পিএলএ বাহিনী 17 বছরের এক কিশোরকে তুলে নিয়ে গিয়েছে।

তাপির গাও টুইটারে লেখেন, “জিডো ভিল অঞ্চলের 17 বছর বয়সি মিরাম তারোনকে অপহরণ করেছে চিনের পিএলএ বাহিনী ৷ অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার সিয়ুংগলা এলাকার মধ্যে বিশিং গ্রাম ৷ এর অন্তর্গত লুংগটা জোর এলাকার মধ্যে ভারতের সীমান্তবর্তী অঞ্চল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাকে ৷ গতকাল 18 জানুয়ারি এই ঘটনা ঘটেছে ৷”

তিনি জানান, 2018 সালে এই লুংগটা জোর এলাকায় চিন 3-4 কিমি রাস্তা তৈরি করে ফেলেছে ৷ ওই টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ট্যাগ করেছেন তাপির গাও ৷