সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখন একদম জলের দ’রে, Amazon দাম বাড়াতেই স’স্তা হ’লো Netflix, জেনে নিন

একদিকে যখন টেলিকম সংস্থাকে প্যাকেজের দাম বাড়িয়ে দিয়েছে তখন অন্যদিকে এক ধাক্কায় নেটফ্লিক্স কমিয়ে দিল বিভিন্ন প্যাকেজের দাম। এখন বাড়িতে বসে আরো অনেক সস্তায় আপনি দেখতে পাবেন দারুন দারুন সিনেমা এবং সিরিজ। আমরা অনেকেই এই নেটফ্লিক্স ভীষণভাবে পছন্দ করি কারন এই নেটফ্লিক্স আমাদের হাতের কাছে এনে দেয় সদ্য মুক্তিপ্রাপ্ত সমস্ত সিনেমা। ফলে ডিজিটাল দুনিয়া এখন আমরা সিনেমা দেখে অভ্যস্ত।

একদিকে যেমন টেলিকম সংস্থাগুলি একে অপরের সঙ্গে পাল্লা দিচ্ছেন তেমন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিও সমানে একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নেটফ্লিক্সের বদলে যাওয়া অফারে আপনি পেতে পারেন কি কি।

মোবাইল অনলি, এই প্ল্যান এর আগে দাম ছিল ১৯৯ টাকা, যেটি বদলে গিয়ে দাঁড়িয়েছে ১৪৯ টাকা।

বেসিক প্ল্যান যেটার আগের দাম ছিল ৪৯৯ টাকা, সেটি বদলে গিয়ে দাঁড়িয়েছে ১৯৯ টাকা।

স্ট্যান্ডার প্ল্যান, যার দাম ছিল আগে ৬৪৯ টাকা, যেটি বদলে গিয়ে দাঁড়িয়েছে ৪৯৯ টাকাতে।

প্রিমিয়াম প্ল্যান, যার দাম ছিল আগে ৭৯৯ টাকা, যেটি বদলে গিয়ে দাঁড়িয়েছে ৬৪৯ টাকাতে।

গত ১৩ তারিখ থেকে অ্যামাজন প্রাইম মেম্বারশিপের সমস্ত দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ৯৯৯ টাকার মেম্বারশিপ বেড়ে দাঁড়িয়েছে ১৪৯৯ টাকা। এক বছরের সাবস্ক্রিপশন পেতে গেলে আপনাকে খরচ করতে হবে প্রায় ৫০০ টাকা বেশি।

তবে এতদিন অনেকেই নেটফ্লিক্স সাবস্ক্রাইব করতে পারেননি টাকার কারণে। এবার সাধারণ মধ্যবিত্ত মানুষ বাড়িতে বসে দেখতে পাবেন সমস্ত সিরিজ এবং সিনেমা। আগামী দিনে কোন প্লাটফর্মে সবথেকে বেশি দর্শক টানতে পারে সেটাই এখন দেখার সময়ের অপেক্ষা।