সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৎকাল টিকিট কাটা এখন আ’রো সহজ ক’রে দি’লো রেল, লাগবে না অতিরিক্ত মূ’ল্য!

আচমকা ভ্রমণের জন্য তৎকাল টিকিটের প্রয়োজন পড়ে।তারপরও অবশ্য টিকিট পাওয়ার নিশ্চয়তা থাকে না। সেই সব যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, এক নতুন পরিষেবা চালু করল ভারতীয় রেল।

এখন আর খুব বেশি চিন্তা করতে হবে না তৎকাল-এ নিশ্চিত টিকিট পেতে। তৎকাল টিকিট বুক করার জন্য একটি নতুন অ্যাপ চালু করা হল।

যাত্রীদের এইসব সমস্যার কথা মাথায় রেখেই, আইআরসিটিসি ‘কনফার্ম টিকিট’ নামে একটি নতুন অ্যাপ তৈরি করেছে। এই নয়া টিকিট বুকিং অ্যাপটির বিশেষত্ব হল, এতে নিশ্চিত টিকিট পাওয়া যায়।

আরো পড়ুন: কংগ্রেস আমলে আমি ISI-র চর হি’সে’বে ভারতে এসেছিলাম ক’য়ে’ক বা’র: পাক সাংবাদিক

আর তার জন্য আলাদা করে কোনও মূল্যও দিতে হয় না। এই অ্যাপের মাধ্যমে তৎকাল কোটার অধীনে উপলব্ধ আসন সম্পর্কে সব তথ্য পাওয়া যাবে। ‘কনফার্ম টিকিট’ অ্যাপে ট্রেন নম্বর লিখে খালি আসন সম্পর্কে তথ্য জানা যাবে।

এই অ্যাপের মাধ্যমে, ঘরে বসেই সংশ্লিষ্ট রুটে চলমান সমস্ত ট্রেনের তৎকাল টিকিটের তথ্য পাওয়া যাবে। এই অ্যাপটির মাধ্যমে ট্রেনের টাইম-টেবিল এবং সম্পর্কিত সমস্ত তথ্য জানা যাবে।