সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কংগ্রেস আমলে আমি ISI-র চর হি’সে’বে ভারতে এসেছিলাম ক’য়ে’ক বা’র: পাক সাংবাদিক

পাকিস্তানের সাংবাদিক নুসরত মির্জা ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে একাধিক কর্মসূচিতে যোগ দিতে দিল্লি এবং আলিগড়ে এসেছিলেন। এবার তিনি স্বীকার করে নিলেন, সে সময় পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে চরবৃত্তি করেছিলেন।

নুসরত মির্জা ২০০৯ সালের ২৭ অক্টোবর নয়াদিল্লির ওবেরয় হোটেলে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স এগেইনস্ট টেররিজম’-এ যোগ দিয়েছিলেন।

তাঁকে স্বাগত জানিয়েছিলেন, জামা মসজিদের শাহি ইমাম আহমেদ বুখারি এবং ইয়াহিয়া বুখারি। জামা মসজিদের ইউনাইটেড ফোরাম ওই সম্মেলনের আয়োজন করেছিল।

আরো পড়ুন: পৃথিবী ছেড়ে চলে যাবে চীন! পৃথিবীর ম’তো আ’রো একটি গ্রহ খুঁ’জ’তে নামলো চাইনিজ বিজ্ঞানীরা

তাতে যোগ দিয়েছিলেন ভারতের তৎকালীন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবি আজাদ। ১১ জুলাই একটি ভার্চুয়াল মাধ্যমে মির্জা এই স্বীকারোক্তি করেন। সাংবাদিক নুসরত মির্জা জানান, পাকিস্তানের বিদেশ মন্ত্রক ভারতে আসার জন্য বেশ কিছু বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছিল ।