সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খাঁটি হাওয়া বি’ক্রি হচ্ছে, দাম মা’ত্র ২৫০০ টা’কা, অভিনব ব্যবসা ব্যক্তির

থাইল্যান্ডের এক ব্যক্তি হাওয়া বিক্রি করে জমজমাট ব্যবসা ফেঁদে বসেছেন। ৫২ বছরের ওই ব্যক্তি পেশায় কৃষক। নাম দুসিত কাচাই। নিজস্ব ফার্মও রয়েছে তাঁর। আর সেই ফার্মের দৌলতেই এই নয়া ব্যবসার কথা ভেবেছেন তিনি।

ওই ব্যক্তি পর্যটকদের চড়া দামে হাওয়া বিক্রি করতে শুরু করেছেন। তবে তা এক ঘণ্টার জন্যই। এরপর কোনোরকম খরচখরচা ছাড়াই ওই ফার্মে ঘোরা যাবে, এমনকি মিলবে খাবারদাবারও।

থাইল্যান্ডের বড় বড় শহর, বিশেষ করে, রাজধানী ব্যাঙ্ককও তার বাইরে নয়। এমনিতেও এয়ার কোয়ালিটি কন্ট্রোল বোর্ড-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বের অধিকাংশ শহরেই বায়ুর গুণমান স্বাভাবিকের চেয়ে অনেক নিচে।

আরো খবর: এই সব গাড়ির রেজিস্ট্রেশন বা’তি’ল হয়ে যাবে এপ্রিল মাস থেকে! আপনার কি গাড়ি আ’ছে?

এই পরিস্থিতিতে শহরের দূষণ থেকে দূরে, পরিবেশের মধ্যে দিন কাটানোর সুযোগ খোঁজেন অনেক মানুষই। আর সেই মওকাতেই লাভের ব্যবসা জমিয়েছেন ওই ব্যক্তি।

থাইল্যান্ডের ফু লায়েন খা জাতীয় উদ্যানের সীমানাতেই রয়েছে তাঁর ফার্ম। ওই এলাকাটি এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।