সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিগ ব্রেকিং: তা’লি’বা’নে’র সা’থে প্রথম বৈ’ঠ’ক করলো ভারত, বি’শ্ব রাজনীতিতে শো’র’গো’ল

ক্ষমতায় আসার পর এই প্রথমবার সরকারিভাবে ভারতের সঙ্গে কূটনৈতিক বৈঠকে বসেছে তালিবান। কাতারে বসবাসকারী ভারতীয় দূতের সঙ্গে বৈঠকে বসেছে তালিবান কর্তা। তালিবানদের অনুরোধে দোহাতে ভারতীয় দূতাবাসে ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তলের সঙ্গে তালিবান কর্তার যোগাযোগ হয়েছে বলে জানা গিয়েছে। তালিবান আধিকারিক মোহাম্মদ আব্বাস স্টানিকজাইয়ের (Sher Mohammad Abas Stanekzai, Head of Talibans PoliticalOffice in Doha) সঙ্গে চলেছে বৈঠক।

এই বৈঠকে ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তল আফগানিস্তানের মুখপাত্রকে কড়া বার্তা দিয়েছেন। সুরক্ষা, নিরাপত্তা ও আফগানিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরানোর ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আফগানিস্তানের নাগরিকদের মধ্যে যারা সংখ্যালঘু, যারা ভারতে ফিরে আসতে চান তাদের বিষয় নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে।

ভারতীয় রাষ্ট্রদূত সাফ জানিয়ে দিয়েছেন, আফগানিস্তান যেন ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত না দেয়। ভারত বিরোধী কার্যকলাপ ও সন্ত্রাসবাদের আঁতুরঘর হিসাবে আফগানিস্তানকে যেন কোনোভাবেই ব্যবহার করা না হয়, এই বিষয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। তালিবানের প্রতিনিধি ভারতীয় রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে জানিয়েছেন ভারতের তরফ থেকে প্রদত্ত প্রস্তাবগুলিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে দেখা হবে।

আফগানিস্তান যাতে অন্য কোনো দেশের উস্কানিতে ভারত বিরোধী কার্যকলাপে অংশ না নেয় সেই বিষয়ে তালিবানের মুখপাত্রের সঙ্গে কথা বলেছেন ভারতীয় রাষ্ট্রদূত। আফগানিস্তানে তালিবানি শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরপরই ভারত বিভিন্ন তালিবান গ্রুপের সঙ্গে বার্তা বিনিময় করতে চাইছে। পাকিস্তানের প্রভাবমুক্ত তালিবান নেতাদের সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনা করতে চাইছিল ভারত।