সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বকেয়া DA দিতেই হবে, আগামী ২১ ও ২২ তারিখ পূর্ণদিবস ক’র্ম’বির’তির ডা’ক

সরকারি কর্মীরা ইতিমধ্যেই রাস্তায় নেমেছে কারণ তাদের বকেয়া ডিএ দিতে হবে।গতকাল রাজ্য সরকারের তরফ থেকে বাজেট পেশ করা হয়েছে , আর সেখানেই মাত্র 3%শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করা হয়েছে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের তরফ থেকে। আর এই ঘোষণা শোনার পরে আরো ক্ষুব্ধ হয়ে যায় সরকারি কর্মচারীরা।

বকেয়া ডি এ মিটিয়ে দেওয়ার দাবিতে অনেক আগেই পথে নেমেছিল সরকারি কর্মচারীরা। তারা কিছুটা হলেও আশায় ছিল হয়তো এই বাজেটে সরকার তাদের পক্ষে কথা বলবে। কিন্তু সেটা আর হলো কোথায়? তাই এবার তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত সরকারি কর্মীরা ধর্মঘটের ডাক দিয়েছে।

তারা দাবি করছে তাদের ৩৯ শতাংশ মহার্ঘ ভাতা বাকি। আর সেখানে কোন হিসেবে সরকার ৩% ডিএ তাদের জন্য ঘোষণা  করে। গতকাল বুধবার যৌথ মঞ্চ তরফ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে রাজ্য সরকার যদি তাদের বকে মহার্ঘ ভাতা মিটিয়ে না দেয়, তাহলে আগামীতেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করবে তারা।

আরো খবর: ক্রেডিট কা’র্ডে’র মাধ্যমে করুন UPI পেমেন্ট, নি’য়’ম জেনে নিন

এর আগেও দ্বারা হুশিয়ার দিয়েছিল যদি তাদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া না হয় তাহলে রাজ্যকে অচল করে দেবে তারা, কোনো কাজ তারা করবে না লাগাতার করবে তারা আন্দোলন। গত সাত দিন থেকে ধর্মতলার শহীদ মিনারের সামনে আন্দোলন করছে সরকারি কর্মচারীরা।

তাদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতেই এই আন্দোলন। এই নিয়ে ২১ দিন হতে চলল তাদের অবস্থান। সরকার তাদের বকেয়া মিটিয়ে না দিলে চলতে থাকবে এই আন্দোলন। গতকালের বাজেট ঘোষণার পর থেকেই একপ্রকার ক্ষুব্ধ হয়ে রয়েছে তারা।

তাই তারা বলেছে, রাজ্যকে পুরো অচল করে দেওয়া হবে। কোনো রকম কাজ আমরা করব না। সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে যার দায় একমাত্র রাজ্য সরকারের। যতদিন না আমাদের ৩৯% ডিএ মিটিয়ে দেওয়া হচ্ছে, আন্দোলন এভাবে চলতেই থাকবে।