সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বামী-স্ত্রীর স’ম্প’র্ক যে’নো থা’কে মধুর, পালন করা হয় বুধ প্রদোষ ব্র’ত, জানুন শুভক্ষণ

প্রদোষ ব্রত পালন করা হয় শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ এই দুই তিথিতে।ভগবান শিব এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে এই ব্রত পালন করা হয়। কথিত রয়েছে, সবার প্রথমে চন্দ্র এই ব্রত পালন করেছিলেন। এই ব্রত পালন করে তিনি সমস্ত ক্ষয় রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। ধর্মীয় ধারণা অনুযায়ী, এই ব্রত পালন করলে দুটি গরু দানের সমান ফল লাভ করা যায়। এই দিদি দেশের প্রত্যন্ত প্রসন্ন থাকেন এবং সন্ধ্যার সময় কৈলাস পর্বতে নিজের ভবনের নাচ করেন।

প্রতিমাসেই ত্রয়োদশ তিথিতে এই ব্রত পালন করা যায়। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ এই দুটি পক্ষে পালন করা যায় এই ব্রত। এই মাসে এই ব্রত বুধবার পড়েছে বলে এর নাম দেওয়া হয়েছে বুধ প্রদোস ব্রত। এই ব্রত স্বামী এবং স্ত্রী পালন করতে পারেন একে অপরের মঙ্গলের জন্য। কাল সূর্যোদয় দেড় ঘন্টা আগে এবং সূর্যাস্তের দেড় ঘন্টা পরে এই সময়ের মধ্যে সূর্যের পুজো করা হয়।

ত্রয়োদশী তিথি শুরু হবে ৭ জুলাই রাত ১টা বেজে ২ মিনিট থেকে, শেষ হবে ৮ জুলাই রাত ৩টে বেজে ২০ মিনিটে । প্রদোষ সময় চলবে রাত ৭টা বেজে ২৩ মিনিট থেকে ৯টা বেজে ২৪ মিনিট পর্যন্ত । এইদিন প্রথম পালনকারীরা খুব সকালে স্নান করে পুজো অর্চনা ধ্যান করে উপবাস থাকেন গোটা দিন। শিবের পুজো করে শিব চালিশা পাঠ করতে হয়। সন্ধ্যেবেলা দুধ, গঙ্গাজল,দই,মধু, ঘি, বেল পাতা দিয়ে শিবের আরাধনা করতে হয়। এই দিন ব্রত পালনকারীরা নিরামিষ গ্রহণ করেন। এই ব্রত পালনকারীরা বিশ্বাস করেন, এই ব্রত পালন করলে জীবনের সুখ-শান্তি সমৃদ্ধি অক্ষয় থাকে।