সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই সব গাড়ির রেজিস্ট্রেশন বা’তি’ল হয়ে যাবে এপ্রিল মাস থেকে! আপনার কি গাড়ি আ’ছে?

নতুন নিয়ম জারি হচ্ছে কেন্দ্র সহ রাজ্য সরকারের পরিবহন কর্পোরেশন এবং রাষ্ট্রায়ত্ব উদ্যোগের সমস্ত  গাড়ি, বাসের ক্ষেত্রে। যানবাহন ১৫ বছরের বেশি পুরনো হলেই তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে। আগামী  ১ এপ্রিল ২০২৩ থেকে এই নিয়ম লাগু হচ্ছে।

এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সড়ক  পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিরক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে  ব্যবহৃত বিশেষ যানবাহনের ক্ষেত্রে এই  নিয়ম প্রযোজ্য হবে না।

কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাড়ির প্রথম রেজিস্ট্রেশনের তারিখ থেকে পনেরো  বছরের মেয়াদ শেষ হওয়া পর, তা যেন যানবাহন স্ক্র্যাপিং নীতির অধীনে নথিভুক্ত করা  হয়।

আরো খবর: আজ শনিবার, জানুন আপনার রাশিফল কি বলছে (21.01.2023)

১৫ বছরের পুরনো সরকারি গাড়ি মানেই, তা স্ক্র্যাপ করতে হবে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে  দূষণের মাত্রা নিয়ন্ত্রিত হবে। পুরনো ইঞ্জিনে কার্বন নিঃসরণের মাত্রা অনেকটাই বেশি।