সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’শে’ষ চাহিদাসম্পন্ন বিজেপি কর্মীর স’ঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, ছবি দেশ জু’ড়ে ভাইরাল

শনিবার চেন্নাইয়ে ছিল প্রধানমন্ত্রী মোদীর এক সভা।সেখানে তিনি ৫ হাজার ২০০ কোটি টাকার অসংখ্য উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন।সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন বিজেপির (BJP) এক বিশেষ চাহিদাসম্পন্ন কর্মী। বিজেপি দলের প্রতি ব্যক্তিটির ভালোবাসা দেখে তিনি অভিভূত হয়ে যান।

জানা গিয়েছে ওই তরুণের নাম থিরু এস মণিকন্দন। তরুণের অনুরোধে প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে একটি সেলফি ওঠেন। এই ছবিটি নিজের টুইটারে শেয়ারও করেন মোদি। তিনি লিখেছেন, ‘এটি একটি স্পেশাল সেলফি… চেন্নাইয়ের সভায় আমার সঙ্গে দেখা হয়েছে থিরু এস মণিকন্দনের।

তিনি এরোডের একজন কর্মী। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি হওয়া সত্বেও নিজের দোকান রয়েছে তার।তবে সবথেকে বিস্ময়কর ব্যাপারটি হল তিনি তাঁর দৈনিক লাভের একটা অংশ বিজেপিকে দান করেন।

আরো খবর: বি’য়ে’তে হা’জি’র হয়ে বরযাত্রীদের স’ঙ্গে নাচে ব্য’স্ত সারমেয়! মন জি’ত’লো নেট নাগরিকদের

এমন এক দলের প্রধান হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি, যেখানে থিরু এস মণিকন্দনের মতো কর্মীরা রয়েছেন।’  ছবিটি পোস্ট হতেই হুহু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বিজেপি দলের প্রতি থিরু এস মণিকন্দনের এই একনিষ্ঠ ভালোবাসাকে সাধুবাদ জানিয়েছে অনেকেই।