সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৬ সন্তানের বাবা হলেও বৃদ্ধ ব’য়’সে কেউ কাছে নেই! একাই রয়েছেন ধর্মেন্দ্র, জানালেন ম’নে’র ক’থা

ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর জুটি একসময় বলিউডে ঝড় তুলেছিল। এই জুটি ছাড়া প্রেমের সমীকরণ যেন মিলতো না। অন স্ক্রিন ভালোবাসা দেখাতে দেখাতে অফ স্কিন ভালোবাসায় জড়িয়ে পড়েছিলেন ধর্মেন্দ্র এবং হেমা মালিনী। ভালোবাসাই এতটাই মত্ত হয়েছিলেন ধর্মেন্দ্র যে হেমা মালিনীকে বিয়ে করার জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন এবং প্রথম স্ত্রী কে ছেড়ে দিয়েছিলেন।

ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। প্রকাশ এবং ধর্মেন্দ্রর সন্তানরা হলেন বিজেতা, সানি দেওল, ববি এবং অজিতা দেউল। বলিউডে একই সিনেমাতে কাজ করতে করতে হেমা মালিনীর সঙ্গে পরিচয় হয়েছিল ধর্মেন্দ্র। প্রথম দর্শনেই একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন তিনি। স্ত্রী এবং সন্তানদের ছেড়ে কিছুদিনের মধ্যেই হেমা মালিনীর সঙ্গে সহবাস করতে শুরু করেন ধর্মেন্দ্র।

তবে অভিনেতার প্রথম স্ত্রী তাকে ডিভোর্স দিতে রাজি ছিলেন না তাই নিজের প্রেমকে পরিণতি দেওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন ধর্মেন্দ্র। যেহেতু ইসলাম ধর্ম অনুসারী একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে তাই খুব সহজে হেমা মালিনীকে বিয়ে করতে পেরেছিলেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র এবং হিমামালিনীর বিয়ের পর দুই কন্যা সন্তান অহনা এবং ইশার জন্ম হয়। দুই পক্ষ মিলিয়ে ধর্মেন্দ্রর এখন ছয় সন্তান তবুও ধর্মেন্দ্রকে দেখার কেউ নেই।

আরো পড়ুন: এখনো কা’জ করছে “মঙ্গলযান”! আয়ু শেষ হলেও ISRO-কে সা’হা’য্য করছে

ছয় সন্তান থাকা সত্ত্বেও বলিউডের এই তারকা দম্পতি এখন একাই বসবাস করেন। বলিউড এবং মুম্বাই থেকে দূরে একটি ফার্ম হাউসে একাকী জীবন কাটাচ্ছেন এই দম্পতি। সন্তানদের উপর একেবারেই নির্ভরশীল নয় তারা যদিও প্রত্যেক সন্তানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাদের। প্রিয় তারকা জুটির এই পরিস্থিতির কথা অনেকেই জানতেন না তবে এই কথা জেনে সকলের মন খারাপ হয়ে গেছে।

বলিউডের এই সেলিব্রিটি জুটি বার্ধক্য জীবনে এমন ভাবে দিন কাটাচ্ছেন সেটা কেউ মেনে নিতে পারেনি। এমন পরিস্থিতিতে অনেকেই অমিতাভ বচ্চন এবং হেমা মালিনীর সিনেমা বাগাবানের কথা মনে করিয়ে দিচ্ছেন। এই বিতর্ক যখন চরমে তখন ধর্মেন্দ্র এই পরিস্থিতিতে সকলের সামনে কিছু মন্তব্য প্রকাশ করেছেন।

অভিনেতা বলেছেন, আমি এখন জীবনের এমন একটি পর্যায়ে চলে এসেছি যেখানে শুধুমাত্র শান্তি দরকার। শান্তির খোঁজে আমি আমার স্ত্রীর সঙ্গে ফার্ম হাউসে থাকি প্রকৃতির মাঝে। আমরা একা থাকি বলে আমাদের সন্তানদের ওপর দোষ চাপিয়ে দেওয়ার কোন প্রয়োজন নেই।