সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রধানমন্ত্রী মোদির ব’ক্তৃ’তা শুনেছেন কোনোদিন? এতকিছু কা’রা লিখে দেন?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার ভক্ত আমরা অনেকেই। তবে নিজের বক্তৃতার মধ্যেও প্রতিনিয়ত বদলাদিন তিনি। গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার সময় তিনি যেভাবে কথা বলতেন এখন কিন্তু তিনি সেভাবে কথা বলেন না। প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণার পর থেকে নিজের বক্তব্যে আমূল পরিবর্তন এনেছেন নরেন্দ্র মোদি। তখন থেকেই অনেকের মনে প্রশ্ন জেগেছিল, এই বক্তৃতা লেখেন কারা? বিজেপি তরফ থেকে কোনো সদর উত্তর পাওয়া যায়নি তখন।

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গত ৮ বছরে প্রধানমন্ত্রীর বক্তৃতায় অনেক বদল এসেছে। প্রতিদিন তিনি কোনো না কোনো জায়গায় ভাষণ দেন। দলের সংসদদের নিয়ে বৈঠকে যেমন কথা বলেন তেমন কিন্তু রাজনৈতিক সভায় তিনি কথা বলেন না। বিষয় এবং বক্তৃতার ভঙ্গি অনুযায়ী কথা বলেন তিনি।

কোন রাজ্যের বা কোন অঞ্চলে তিনি কথা বলছেন তার বক্তৃতার বিষয় নির্ভর করে তার উপর। স্থানীয় রাজনীতি বা স্থানীয় সমস্যা সবকিছুই খেয়াল রাখতে হয় তাকে। কিন্তু এসব কিছুর মোদির মত একজন ব্যস্ত মানুষের একার পক্ষে মনে রাখা সম্ভব নয়। মোদির বক্তৃতা তৈরি করে গোটা একটা দল। আজ জেনে নেব কারা রয়েছেন সেই দলে বা কত পারিশ্রমিক পান তারা?

আরো খবর: জানুয়ারি মাসের শেষ দিন শনি অ’স্ত যা’বে, ৪ রাশির উপর খা’রা’প প্র’ভা’ব পড়বে!

দলে তরফ থেকে জানানো হয়েছে, কোন ধরনের অনুষ্ঠানের জন্য বক্তব্য তার ওপর নির্ভর করে বিভিন্ন ব্যক্তি, দপ্তর এবং সংস্থা ভাষণ তৈরিতে সাহায্য করে। তবে সকলেই তথ্য দিয়ে থাকে। মূল ভাষণ তৈরি করেন প্রধানমন্ত্রী নিজেই। তবে তথ্য দেওয়ার জন্য কত টাকা দেওয়া হয় ওই দলকে সে কথা জানানো হয়নি।

অতীতে ভারতের অনেক প্রধানমন্ত্রী কথা বলতে পারেন না এমন তথ্য সামনে উঠে এসেছে। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ খুব কম কথা বলতেন, তার তুলনায় অনেক সরব মোদী। মোদী স্থান, কাল ব্যক্তি হিসেবে কথা বলতে পছন্দ করেন। দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বক্তৃতা নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন।

অনেক সময় দিতে নিজের ভাষন তৈরি করার জন্য। সকলের সঙ্গে পরামর্শ করে নিয়ে তারপর তিনি কথা বলতেন। একই ভাবে ইন্দিরা গান্ধী ও কথা বলার আগে ভীষণ সতর্ক থাকতেন। অটল বিহারি বাজপেয়ী একই পথ নিতেন। তবে এই প্রধানমন্ত্রীদের ভাষণ কারা লিখে দিতেন বা তথ্য কারা দিতেন তা নিয়ে কোন কথা এখনো পর্যন্ত জানা যায়নি।