সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সরকারি কর্মীদের আ’ক্র’ম’ণ মমতার, এবার আ’রো চা’প বা’ড়া’তে তৎপর DA আন্দোলনকারীরা

ডি এ আন্দোলনকারী ঝাঝ এবার নাকি আরও বাড়বে, এমনটাই শোনা যাচ্ছে কারণ তারা শহিদ মিনার ময়দানে তাদের বকেয়া ডি এ এর দাবিতে গত জানুয়ারি মাস থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিকে এবার রেড রোডেও মুখ্যমন্ত্রী ধরনা মঞ্চে বসেছে। গতকাল বুধবার থেকে মুখ্যমন্ত্রী সেই ধরনা শুরু করেছে।

আজ বৃহস্পতিবার আবার বিরোধী দলনেতা শুভেন্দু দেখা করবেন বলেও জানা যাচ্ছে। তিনি এই দেখা করার কথা গতকাল টুইট করে বলেন যে, আগামীকাল ৩ টায় সরকারি কর্মচারীদের সাথে দেখা করব। তাদের ন্যায্য অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সঙ্ঘতি জানাতে শহীদ মঞ্চের সমাবেশে উপস্থিত হব।

অনশনকারীরা এদিকে শহীদ মিনার চত্ত্বরে এক অভিনব কর্মসূচি শুরু করেছে। এবার নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই তারা এই কর্মসূচি করেন। সেখানে ডার্ক চকলেট, ফলের রস খেয়ে বিচিত্র গণ অনশন করেন ডি এ আন্দোলনকারীরা। শাসককে কটাক্ষ করতেই এই অভিনব কর্মসূচী।

আরো খবর: বাংলায় আপনাদের সংগঠনের কি অ’ব’স্থা? বঙ্গ বিজেপির সাংসদদের ধ’ম’ক শাহের

সেখানে তারা একটি মুখ্যমন্ত্রীর ছবিও রেখেছিলেন, নিচে লেখা অনুপ্রেরণা অনশন। শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শর্তসাপেক্ষ সভা করার অনুমতি দেয় উচ্চ আদালত। কারণ আন্দোলনকারীরা এই সভার বিরোধিতা করার জন্য আদালতের দারস্থ হয়।

কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আদালতের নির্দেশ পালন করা হয় নি। শিক্ষককে মারধর করা হয় বলেও অভিযোগ করেন যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলনকারী্রা। তাই এবার সেই ঘটনার প্রতিবাদে মিছিল বের করা হবে ডি এ আন্দোলনকারীদের তরফ থেকে।