সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অরুণাচল প্রদেশে মোতায়েন ক’রা হলো শক্তিশালী M777 হাউইৎজার, ৩০ কিমি দূ’রে আ’ঘা’ত হানতে স’ক্ষ’ম

এবার অরুণাচলে মোতায়েন করা হল এম ৭৭৭ হাউতজার, যেটা কিনা ৩০ কিমি পর্যন্ত বেগে আঘাত হানতে সক্ষম। এটি ভারত একেবারে ভারত চিন সীমান্তের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই স্থাপন করেছেন। এটি ভারত আমদানী করেছেন আমেরিকা থেকে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের বাহিনীর সাথে ভারতের বাহিনীর ঝামেলা এড়াতেই এবার বড় পদক্ষেপ, M777 ultra-light howitzers। এই সামরিক অস্ত্র দারুণ ভাবে শক্তিশালী করে তুলবে ভারতীয় সেনাকে।

একজন সেনা আধিকারিক জানিয়েছেন অসমের ডিনজান বেস কিন্তু ভারতীয় সেনার অন্যতম শক্তির ভরকেন্দ্র। এই ডিনজান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দারুণ ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এই বেসের ইতিহাস আছে প্রচুর, আমেরিকার যুদ্ধবিমান চিনকে সাহায্য করার জন্য একটা সময় উড়ে যেত।

মোট কথা জাপানের বিরুদ্ধে একাধিক ভয়াবহ মিশনের জন্য এই জায়গা কে বেছে নিয়েছিল মার্কিন যুদ্ধ বিমান। সেই ডিনজান ভারতীয় সেনাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ একটি সেনা ঘাটি। সেখানেই রাখা হয়েছে এন্টি ট্যাঙ্ক মিসাইল, এন্টি মিসাইল হেলিকপ্টার। আর এবার সেখানেই মোতায়েন করা হল M777 ultra-light howitzers।

আরো পড়ুন: মায়ের মৃ’ত্যু’র পর ব্রিটেনের রাজা হলেন চার্লস

ভারত চিন সীমান্তে এখন দারুণ ভাবে ভারতীয় সেনাদের ও সাথে উন্নতমানের অস্ত্র মোতায়েন করা হয়েছে। একাধিক আধুনিক অস্ত্র আই এস আর সিস্টেম, হাইটেক সেন্সর, রাডার, ইউএভি, আধুনিক কমিউনিকেশন ইকুয়েপমেন্ট সিস্টেম সমস্ত কিছুই মজুত আছে অরুণাচল প্রদেশের ভারত চিন সীমান্তে, তবে এই সবের সাথে M777 ultra-light howitzers এর যুক্ত হওয়া ভারতকে আরও শক্তিশালী করে তুলল বলেই মনে করা হচ্ছে।