সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

PMJJBY: নামমাত্র প্রিমিয়ামে পা’ন ২ লক্ষ টা’কা’র বী’মা, জানুন বিস্তারিত

প্রধানমন্ত্রীর তরফ থেকে সাধারণ মানুষের জন্য ইতিপূর্বে বহু সুবিধাজনক প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। এই যোজনার আওতায় সাধারণ মানুষ বছরে মাত্র ৩৩০ টাকা প্রিমিয়াম দিয়ে ২ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। জেনে নিন কিভাবে পাবেন এই সুযোগ। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে ১৮-৫০ বছর বয়স অবধি যেকোনো ব্যক্তি অংশ নিতে পারবেন।

এই বিমার ম্যাচিউরিটির মেয়াদ ৫৫ বছর ধার্য করা হয়েছে। এই বিমা প্ল্যানটিকে প্রতি তিন বছর অন্তর রিনিউ করাতে হয়। বছরে মাত্র ৩৩০ টাকা দিয়ে বিমা করাতে পারবেন ইচ্ছুক ব্যক্তিরা। যদি করোনাকালে বিমা ধারকের মৃত্যু হয় তাহলে তার পরিবার বিমা বাবদ ২ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিমার সুবিধা নেওয়ার ক্ষেত্রে মেডিকেল পরীক্ষা করানোর দরকার নেই।

যেকোনো ব্যাংকের শাখায় যোগাযোগ করে অথবা বাড়িতে বসে নেট ব্যাঙ্কিং মারফত আপনি এই বিমার আওতায় অন্তর্ভুক্ত হতে পারেন। ৫০ বছরের কম বয়সী যেকোনো ব্যক্তি এই বিমার আওতায় আসতে পারবেন। বীমা ধারকের অপঘাতে মৃত্যু অথবা আত্মহত্যার কারণে মৃত্যু হলে তার নমিনি বিমার টাকা পেয়ে যেতে পারেন। বছরের যেকোনো সময় এই বিমা কিনতে পারবেন। দু’মাস বা তিন মাসের ছোট ছোট কিস্তিতেও Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana-র প্রিমিয়াম দেওয়ার সুযোগ রয়েছে।

বিমান ধারকের মৃত্যু হলে তিনি যে ব্যাংকের শাখায় বিমান জন্য আবেদন করে রেখেছেন সেই শাখায় তার নমিনি যোগাযোগ করলে বিমার টাকা পেয়ে যাবেন। বিমাকারীর মৃত্যুর ৩০ দিনের মাথাতেই বিমার টাকা ক্লেম করা যায়। মৃত্যুর কারণ-সহ মেডিক্যাল রিপোর্ট, ডেথ সার্টিফিকেট পেতে যদি দেরি হয় তাহলেও চিন্তার কোনো কারণ নেই। যাবতীয় বৈধ নথিপত্র জমা দেওয়ার এক মাসের মধ্যেই নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।