সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কম টা’কা’য় ট্যাটু করিয়ে বিপত্তি, HIV পজিটিভ হলেন দুই তরুণ, ব্যা’প’ক চা’ঞ্চ’ল্য

সস্তাতে ট্যাটু করাতে গিয়ে এইচআইভি পজিটিভ হতে হলেও বারাণসীর দুই যুবককে। ট্যাটু পার্লারে ট্যাটু করাতে গিয়েছিলেন তারা। তবে এক পার্লারে ট্যাটু করিয়ে দুজনেই সংক্রমিত হয়েছেন মারণ ভাইরাসে।

তারা ছাড়াও ট্যাটু করানোর পর মোট 14 জন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য সস্তার ট্যাটু পার্লার সম্পর্কে বারবার সতর্কবার্তা ছড়ানোর পরেও জনমানসে সতর্কবার্তা গড়ে ওঠেনি।

জানা গিয়েছে ট্যাটু করানোর পর তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের দুজনের একজনের বয়স কুড়ি বছর এবং অন্যজনের বয়স ২৫ বছর। তাদের জ্বর কিছুতেই কম ছিল না। ম্যালেরিয়া পরীক্ষাতেও কিছু পাওয়া যায়নি।

আরো পড়ুন: “V” অক্ষর দিয়ে শু’রু হওয়া নামের লোকেরা আ’লা’দা ধরণের হয়, জানুন চারিত্রীক বৈ’শি’ষ্ট্য

এইচআইভি পরীক্ষা করার পর দেখা যায় তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। বিস্তারিত পরীক্ষার পর জানা যায় তারা আসলে এক পার্লার থেকে ট্যাটু করিয়েছিলেন। সতর্কতার অভাবে এই ধরনের বিপদে পড়তে হয়েছে তাদের এমনটাই বলছেন চিকিৎসকরা।

আসলে ট্যাটু করানোর জন্য যে নিডলের ব্যবহার করা হয় তা অত্যন্ত দামি। খরচ বাঁচানোর জন্য অনেকে এক নিডল ব্যবহার করে থাকেন। ট্যাটু করানোর আগে নিশ্চিত করে নেওয়া প্রয়োজন যে নতুন নিডল ব্যবহার করা হচ্ছে কিনা।