সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাজেট ২০২২: করদাতাদের জন্য বি’রা’ট খবর, জানুন শীঘ্রই

করোনার বিরুদ্ধে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে ভারত। এই প্রেক্ষাপটে আজ সংসদে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বার্ষিক বাজেটে চলতি অর্থবর্ষের জন্য স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষাক্ষেত্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, ট্যাক্স, জ্বালানির দাম-এ কী পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার তা আজ জানানো হল বাজেট পেশের মাধ্যমে।

কোভিড এর কারণে মুদ্রাস্ফীতির সঙ্গে এখনও লড়াই করছে দেশ। দেশের কর ব্যবস্থাকে আরও সরলীকরণ করার ওপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিলেন, দেশের করদাতারা আপডেটের রিটার্ন ফাইল করতে পারবেন দু’বছর পর।

ভুল শোধরানোর জন্য করদাতাদের বাড়তি সময় দেওয়া হচ্ছে। ২০২২-২৩ সাল থেকে করদাতারা সংশ্লিষ্ট অ্যাসেসমেন্ট ইয়ারের দু’বছরের মধ্যে (বছর শেষের ২ বছরের মধ্যে) সংশোধিত রিটার্ন ফাইল করতে পারবেন। তার ফলে করদাতাদের ঝক্কি কমবে। মামলার ঝঞ্জাট কমবে।

কো-অপারেটিভ সোসাইটির ক্ষেত্রে সারচার্জ ১২ শতাংশ কমিয়ে ৭ শতাংশ (এক কোটি টাকা থেকে ১০ কোটি টাকা আয়) করা হবে। কর কমিয়ে ১৮ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হচ্ছে।