সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লাখ লাখ টাকার বাস বি’ক্রি হ’চ্ছে মাত্র ৪৫ টা’কা প্রতি কেজি দ’রে, মালিকের শো’চ’নী’য় অবস্থা

প্রতি কেজি মাত্র ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে বাস। হ্যাঁ একদম ঠিক পড়ছেন; মহামারীর ফলে ব্যবসা বিপর্যস্ত হয়ে যাওয়ায় রয়সন জোসেফ নামে এক বাস ব্যবসায়ী তাঁর বিলাসবহুল বাসগুলিকে নামমাত্র দামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।

রয়সনের মোট ২০ টি বিলাসবহুল বাস ছিল। যার মধ্যে ১০ টি বাস এখন প্রতি কেজি মাত্র ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অবিশ্বাস্য মনে হলেও ঠিক এইরকমই এক ঘটনা ঘটেছে কোচিতে। এই প্রসঙ্গে রয়সন জোসেফ জানান, তীব্র আর্থিক অনটনে জীবন যাপন করা তাঁর জন্য কঠিন হয়ে পড়ছে।

করোনা মহামারীর আগে বিভিন্ন আকারের মোট কুড়িটি বাস ছিল তাঁর। এখন দুই বছর পর আর মাত্র ১০ টি বাস রয়েছে। এই অবস্থা চলতে থাকলে আগামী দিনেও একইভাবে বাকি বাসগুলো বিক্রি করবেন বলেও জানিয়েছেন তিনি।

আরো পড়ুন: পুনরায় চীনের উপর ডিজিটাল স্ট্রা’ই’ক, জনপ্রিয় গেম Free Fire স’হ ৫৪ টি Application ব্যা’ন করলো ভারত

হঠাৎ করে এই দামে বাসগুলিকে বিক্রি করার ব্যাপারে জোসেফ জানিয়েছেন যে,বিষয়টি সত্যিই কঠিন হয়ে উঠেছে। তার পরিবারের অবস্থা খুবই খারাপ। তার সমস্ত বাসে ৪৪,০০০ টাকার ট্যাক্স এবং প্রায় ৮৮,০০০ টাকার বীমা দিতে হয়।