সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতীয় রেলে এই কয়েকটি পরিষেবা এ’ক’দ’ম পাবেন যাত্রীরা, অনেকেই এই ব্যা’পা’র’টি জানেন না

ভারতীয় রেলওয়ে যার বিস্তার সারা দেশ জুড়ে, এই ভারতীয় রেলের দ্বারাই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যুক্ত রয়েছে। এককথায় ভারতের লাইফ লাইন এই ভারতীয় রেলওয়ে। শুধু মানুষ কিংবা পণ্য পরিবহন করে না ভারতীয় রেল , সমগ্র ভারতকে এক সুতোয় বেঁধে রাখে এই ভারতীয় রেল পরিষেবা।

দৈনিক লক্ষ লক্ষ কোটি কোটি লোককে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায় এই ভারতীয় রেল। সেই কারণেই সাধারণ মানুষদের সুবিধার স্বার্থে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে তারা। মানুষের যাতে কোনোভাবেই কোনরকম অসুবিধা না হয়, সেই কারণেই এই ধরণের বিভিন্ন পদক্ষেপ।

একটা সময় প্রবীণ নাগরিকদের জন্য ভারতীয় রেলে ছাড় দেওয়া হতো, কিন্তু করোনা পরবর্তী সময় থেকে এই ছাড় বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভারতীয় রেলের এমন অনেক কয়েকটি পরিষেবা রয়েছে যা কিনা আপনি বিনামূল্যে সহজেই পেতে পারেন। তাহলে কি কি এমন পরিষেবা সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরো পড়ুন: রশ্মিকাকে বি’য়ে করা নিয়ে মু’খ খুললেন বিজয় দেবেরোকন্ডা, কবে বি’য়ে করছেন?

ভি ক্লাপ পরিষেবা, এই পরিষেবার মাধ্যমে কোনো যাত্রীর নাম যদি ওয়েটিং লিস্টে থাকে। তাহলে সে সহজেই ট্রেন পরিবর্তন করে ভ্রমণ করতে পারবেন। এই পরিষেবা চালু হওয়ার পর থেকেই ভারতীয় রেলের যাত্রীরা দারুণভাবে উপকৃত হয়েছেন।

এই পরিষেবা আপনাকে বিনামূল্যে দেওয়া হবে তবে, টিকিট কাটার সময় আপনাকে বিকল্প হিসেবে ভিক্লাপ পরিষেবা নির্বাচন করতে হবে।আপনি চাইলেই আপনার ইচ্ছামত নিজের টিকিট আপগ্রেড করতে পারবেন।

অর্থাৎ ক্লাস আপগ্রেডেশন এর সুবিধা নিবে বিনামূল্যে। তবে যাত্রীকে টিকিট বুকিং করার সময় অটো আপগ্রেড সিস্টেম বেছে নিতে হবে। তবে হ্যা রেলওয়ে কর্তৃপক্ষ টিকিটের প্রাপ্যতা হিসেবে এই ক্লাস আপগ্রেড করবে। তবে সবক্ষেত্রে আপডেট নাও হতে পারে।

কিন্তু স্লিপারের যাত্রী থার্ড এসির সুবিধা পেতে পারে, থার্ড এসির যাত্রী সেকেন্ডে এসির সুবিধা পেতে পারে অথবা সেকেন্ড এসির যাত্রী ফাস্ট এসির সুবিধা পেতে পারে। বিনামূল্যেই আপনি আপনার নামের কাটা টিকিট টি অন্য নামে ট্রান্সফার করতে পারবেন।

ধরুন আপনি আপনার নামের টিকিট কেটেছেন, কিন্তু কারণবশত ভ্রমণ করতে পারলেন না। তাহলে আপনি সহজেই আপনার পরিবারের কাউকে সেই টিকিট দিয়ে ভ্রমণের সুবিধা করে দিতে পারেন। তবে হ্যা টিকিট ট্রান্সফার করতে হবে যাত্রার ২৪ ঘন্টা আগেই।