সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ১০ বছরেই মাধ্যমিক পাশ! রে’ক’র্ড গড়লো উত্তরপ্রদেশের কিশোর

গত মঙ্গলবার দশম ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করে উত্তরপ্রদেশ বোর্ড। ফল প্রকাশ হতেই অবাক সকলেই। মাত্র ১০ বছর বয়সেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজির গড়ে ফেলল একটি খুদে বালক।

ঘটনাটি উত্তরপ্রদেশের। বয়সে বড় হাজারো শিক্ষার্থীর সাথে কাধে কাধ মিলিয়ে পরীক্ষা দেয় সে এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। ঘটনায় রীতিমতো হইচই শুরু হয় এলাকায়। উত্তরপ্রদেশের ইতিহাসে কনিষ্ঠতম ছাত্র হিসাবে এই পরীক্ষায় পাশ করেছে সে।

ওই ছাত্রর নাম আয়ান গোয়েল। মোট ৭৬.৬৭ শতাংশ নম্বর পেয়েছে সে। হিন্দি ও ইংরাজিতে তার প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭৩ ও ৭৪ ; অঙ্কে ৮২, বিজ্ঞানে ৮৩, সমাজবিদ্যায় ৭৮ ও কম্পিউটারে ৭০। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় আয়ান।

আরো খবর: কেন মশা কা’ম’ড়া’য়? মশা কা’ম’ড়া’লে কেন ত্বক লা’ল হয়ে যায়?

লকডাউনের সময় সে বাড়িতে নিজেই ক্লাসের সমস্ত পড়া শেষ করে ফেলে। এরপরেই উঁচু ক্লাসের বই পড়তেও আরম্ভ করে । এভাবেই এগিয়ে যায় সে।এরপর উচু ক্লাসে ভর্তি করা হয় তাকে।

কিন্তু উত্তরপ্রদেশের নিয়ম অনুযায়ী, ১৪ বছর বয়স না হলে মাধ্যমিক পরীক্ষা দেওয়া যায় না । তবে আয়ানের জন্য বিশেষ অনুমতি জোগাড় করেন তার স্কুলের প্রিন্সিপাল।