সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

RRR-কাশ্মীর ফাইলস ন’য়, অস্কার পে’তে পা’রে এই ভারতীয় ছ’বি

২০২৩ সালে অস্কার একাডেমী পুরস্কার অনুষ্ঠানে কোন ছবি হতে চলেছে সেরা সেই নিয়েই বিভিন্ন চলচ্চিত্র মহলে চলছে জোরদার আলোচনা। এই বছর অনেকগুলি হিট ছবি হয়েছে বলিউডে সকলেই নিজেদের পছন্দমতো ছবি সেরা বলে মতামত ও দিচ্ছেন। অনেকেই বলছেন ‘ দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘ আর আর আর ‘ এর‌ অস্কার পাওয়ার যোগ্য। কিন্তু শেষ অব্দি কোন সিনেমা পেতে চলেছে অস্কার সেই নিয়ে চূড়ান্ত ঘোষনা করে দেওয়া হয়েছে।

এবং জানা যাচ্ছে কোনো বলিউড সিনেমা নয় বরং এক গুজরাটি সিনেমা ‘চেলো শো’ ভারতের হয়ে মনোনীত হয়েছে। প্যান নলিন পরিচালিত এই গুজরাটি ছবিকে আন্তর্জতিক স্তরে নির্বাচন করা হয়েছে। আর এই ঘটনা স্বয়ং পরিচালক ও বিশ্বাস করে উঠতে পারেন নি যখন তিনি প্রথম শোনেন তাঁর ছবি মনোনীত হয়েছে অস্কার একাডেমিতে।

কিন্তু এই প্রশ্ন থেকেই যায় কি আছে এই ছবিতে যে সেটা অস্কারের মত একটা পুরস্কারের জন্য মনোনয়ন পায়! প্যান নলিন পরিচালিত এই ছবিতে মানুষের বয়ঃসন্ধিকালের গল্প তুলে ধরা হয়েছে। তার সঙ্গে রয়েছে সূক্ষ্ম জাদুর ছোঁয়া। গল্পটা অনেকটা আত্মজীবনীমূলক উপকথার মত।

ছবিতে অভিনয় করেছেন ভবিন রাবারি, ভবের শ্রীমালি, রিচা মিনা, দিপেন রভল এবং পরেশ মেহতা। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ২ জন, ছোটবেলা এবং পরিণত বয়স হিসেবে সারজিও লিওনি এবং টেরেন্স মালিক নিখুঁত অভিনয় করেছেন। এই মুভির গল্পটা কিছুটা এরকম যে, একটা নয় বছরের ছেলে, নাম সময়। সে একটা রেল স্টেশন দিয়ে হেঁটে চলেছে।

আর সেই সাথে সাথে তাঁর জীবনের স্বপ্ন গুলোও যেনো এগিয়ে চলেছে। তাঁর বাবা সামান্য একজন চা ওয়ালা। রেল স্টেশনে চা বিক্রি করেন। আর তার এমন একটি জীবনের মধ্যেও কিভাবে তাঁরা জীবন যাপন করছে এই সব কিছু নিয়েই এই ছবি। এটি ২০২১ সালে ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রদর্শন হয়েছিল। সেই ছবি আজ অস্কারের জন্য মনোনীত।

এই খবর পেয়ে আপ্লুত পরিচালক নলিন। তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তিনি কখনো কল্পনাও করেন নি তাঁর ছবি এত বড় জায়গায় মনোনয়ন পেতে পারে। এটা সত্যি তাঁর কাছে সেলিব্রেট করার মতোই একটা সময়। তবে তিনি একটা আক্ষেপ ও করেন যে, এই ছবি আন্তর্জাতিক ক্ষেত্রে এতটা স্বীকৃতি পেলেও নিজের দেশে অর্থাৎ ভারতে এতটা ভালবাসা পাবে কি?

ভারতের মানুষ এই ছবি কে এতটাই আপন করে নিতে পারবেন কি? তবে পরিচালক খুশি এই ভেবে যে তার সিনেমা উদ্বুদ্ধ করতে পারবে। অনুপ্রেরণা যোগাতে পারবে। এর জন্য তিনি বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন তাঁর ছবিকে নির্বাচন করার জন্য।