সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৪ বছরের পড়ুয়ার উপর পড়লো বাজ, হাসপাতালে নিয়ে যেতেই ঘ’টে গেলো অলৌকিক কা’ন্ড, জানুন

বজ্রপাতের আঘাত এড়ানোর মত সামর্থ্য কার্যত কোনো উদ্ভিদ প্রাণী কিংবা মানুষেরও নেই। যে কারোর উপর বাজ পড়ুক না কেন, পরিণতিতে সবকিছু ধ্বংস হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তবে আজব কান্ড ঘটে গেল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের 14 বছরের এক পড়ুয়ার সঙ্গে। সে যখন স্কুলে যাচ্ছিল তখন তার উপর বজ্রপাত হয়। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশ্চর্যের ব্যাপার হলো, বজ্রপাতে তার কোনো ক্ষতি হয়নি।

যতদূর জানা যাচ্ছে, শুক্রবার ওই পড়ুয়া বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাচ্ছিল। সেই সময় আচমকা একটি স্তম্ভে বজ্রপাত হয়। এর ফলে ওই পড়ুয়াও তড়িতাহত হয়ে পড়ে। তবে তাতে নাকি তার কোনো ক্ষতি হয়নি। সে সাময়িক অজ্ঞান হয়ে পড়েছিল। সে কিছু বুঝে উঠতে পারছিল না বা অনুভব করতে পারছিল না। কিছু সময় পর্যন্ত নাকি সে কিছু শুনতেও পাচ্ছিল না।

যখন তার সঙ্গে এই ঘটনা ঘটে তখন স্কুলের গেটের বাইরে অন্য এক বাচ্চার বাবা দাঁড়িয় ছিল। তিনি তাকে দেখেন এবং তাকে উদ্ধার করে স্কুলের ভেতরে নিয়ে যান। ঘটনাটি তার মাকে জানানো হয়। তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার কিছুক্ষণ পর্যন্ত সে কিছুই শুনতে পারছিল না বলে জানা গিয়েছে।

তবে ধীরে ধীরে তার শ্রবণশক্তি ফিরে এসেছে। তড়িতাহত হওয়ার পরেও ছেলেটি কিভাবে বেঁচে গেল সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। চিকিৎসকেরা জানিয়েছেন সেই সময় ওই ছেলেটি জুতো পরেছিল। তার জুতোয় মোটা রাবারের স্তর ছিল। এই জুতো তার প্রাণ বাঁচিয়ে দেয়। সমস্ত বিদ্যুৎ শুষে নিয়ে ছিল সেই রাবারের জুতো।