সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন মশা কা’ম’ড়া’য়? মশা কা’ম’ড়া’লে কেন ত্বক লা’ল হয়ে যায়?

মশার উৎপাতে সব সময়েই নাজেহার হতে হয় । ঘরে – বাইরে, অফিস – আদালতে, বাসে – ট্রেনে, মাঠে – ঘাটে কোথাও নিস্তার নেই মশার হয় থেকে। রাত্রে শান্তির ঘুমেও ব্যেঘাত ঘটায় এই মশা।

মশা একটি ছোট মাছি প্রজাতির পতঙ্গ। শুধুমাত্র স্ত্রীমশা স্তন্যপায়ী প্রাণীর রক্ত পান করে থাকে। মেরুদণ্ডী প্রাণীর, যেমন স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ, উভচর প্রাণী এবং এমনকি কিছু মাছের শরীর থেকে রক্ত শোষণ করে এই মশা।

মশার মাধ্যমে ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীতজ্বর, জিকা ভাইরাস প্রভৃতি মারণ রোগ সংক্রমিত হয়ে থাকে। পুরুষ মশা মাত্র একদিন বাঁচে। কিন্তু নারী মশা প্রায় ৬-৮ সপ্তাহ বেঁচে থাকতে পারে।

আরো খবর: টা’কা দিয়েও হয়নি চাকরি, প্র’তা’র’কে’র মা-কে অ’প’হ’র’ণ করলেন চাকরিপ্রার্থীরা

পুরুষ মশা রক্ত পান করে না। বিভিন্ন ফলের রস খেয়েই এরা বেচে থাকে। স্ত্রী মশা রক্ত পান করে। এরা রক্ত না পেলে ডিম পারতে পারে না।

স্ত্রী মশার মাথায় হুলের মতো প্রবোসিস থাকে।এর মাধ্যমেই রক্ত শুষে নেয় তারা। এইসময় মশার লালা বা সালাইভা ত্বকের সঙ্গে মিশে যায়।এই কারণেই যে স্থানে মশা কামড়ায়, সেই জায়গাটি ফুলে যায় এবং চুলকানি আরম্ভ হয়।